X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সশস্ত্র বাহিনীর ৫ রূপান্তরকামী সদস্যের মামলার কবলে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৩:১৩আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৬:১৫
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন সশস্ত্র বাহিনীতে নিযুক্ত তৃতীয় লিঙ্গের পাঁচ সদস্য। সম্প্রতি বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিষিদ্ধ করার আভাস দিয়ে সামাজিক মাধ্যম টু্‌ইটারে একটি ঘোষণা দেন ট্রাম্প। সেই ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে মামলা হয়েছে। মামলা করা ৫ জনই ইরাক অথবা আফগান যুদ্ধে অংশ নিয়েছেন প্রত্যক্ষভাবে।

ট্রাম্প এবং তার মন্তব্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  যে পাঁচজন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন তারা পুরুষ থেকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে নারীতে রূপান্তরিত হন। তাদের ৩ জন বর্তমানে সেনাবাহিনীতে, ১ জন বিমান বাহিনীতে এবং অপরজন নৌ বাহিনীতে কর্মরত আছেন।  

বুধবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর কোনো বিভাগে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সরকার গ্রহণ করবে না। আমাদের সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য হবে বিজয়। তৃতীয় লিঙ্গের লোকদের এই বাহিনীর সঙ্গে যুক্ত করে তাদের জন্য আমরা অত্যধিক চিকিৎসা ব্যয় এবং বাড়তি মনোযোগ দেওয়ার বোঝা টানতে পারি না। জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমি। ’ ওই ঘোষণার সাপেক্ষে চাকরিক্ষেত্রে লিঙ্গ বৈষম্য জারি করার অভিযোগ এনে সশস্ত্র বাহিনীর ৫ সদস্য মামলা করেছেন।

‌একইদিনে ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ওই মামলা করা হয়। ন্যাশনাল সেন্টার ফর লেসবিয়ান রাইটস এতে আইনি সহায়তা দিচ্ছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণা চাকরি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের সামিল। এতে সংবিধানের লঙ্ঘন ঘটেছে। ট্রাম্পের ঘোষণাকে তাই অসাংবিধানিক আখ্যা দেওয়ার আর্জি জানানো হয়েছে। 

২০১৬ সালে ওবামা প্রশাসনের সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়া নীতির কারণে সশস্ত্র বাহিনীতে তৃতীয় লিঙ্গের সরাসরি কাজের সুযোগ সৃষ্টি হয়। তবে সেই নীতি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। এখনও এটি পর্যালোচনাধীন। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস জানান, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সরাসরি কাজের সুযোগ দেওয়ার নীতিতে চূড়ান্ত অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে তিনি এখনো ভাবছেন। এরইমধ্যে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধের ঘোষণা এসেছে ট্রাম্পের পক্ষ থেকে। 

নতুন করে আর তৃতীয় লিঙ্গের কাউকে অন্তর্ভূক্ত না করার ঘোষণা দিলেও ট্রাম্প জানাননি, এখন বাহিনীতে সক্রিয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বেলায় কী ঘটতে চলেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হাকাবে স্যান্ডার্সও সে বিষয়ে কিছু জানাতে পারেননি এখনও। তবে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে  বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে বিষয়টি আদালতে গড়াল।  মার্কিন সিভিল লিবার্টি ইউনিয়ন জানিয়েছ, তারাও ট্রাম্পের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

/এফইউ/ বিএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী