X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বর্ণবাদবিরোধীদের ওপর প্রত্যক্ষ হামলা, ট্রাম্প বলছেন ‘বহুপক্ষীয়’ সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১২:২৭আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৫:২৭
image

ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল এবং বর্ণবাদবিরোধী সমাবেশ থেকে সৃষ্ট উত্তেজনাকে বহুপক্ষীয় বিদ্বেষ-গোঁড়ামি ও সহিংসতা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, বর্ণবাদবিরোধী শান্তিপূর্ণ সমাবেশ চলার সময় শ্বেতাঙ্গরা সমাবেশস্থলে মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। চলন্ত গাড়ি দিয়ে হামলাও হয়েছে বিরোধীদের ওপর। তা সত্ত্বেও ঘটনার নিন্দা জানাতে গিয়ে বার বার ‘অনেক পক্ষ’ কথাটির ওপর জোর দেন ট্রাম্প।

ভার্জিনিয়ার সহিংসতা
শনিবার (১২ আগস্ট) শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের একটি মিছিল বর্ণবাদবিরোধীদের সমাবেশস্থলে এলে সংঘর্ষের সূচনা হয়। সে সময় শান্তিপূর্ণ সমাবেশের অংশগ্রহণকারীদের ওপর হামলে পড়ে একটি চলন্ত গাড়ি। ঘটনাস্থলে ১ জন নিহত এবং ১৯ জন আহত হন। পরে ঘটনা পর্যবেক্ষণে ভার্জিনিয়া পুলিশের মোতায়েনকৃত একটি হেলিকপ্টার শহরটির কাছে বিধ্বস্ত হলে দুই পুলিশ সদস্য নিহত হন। সব মিলে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
শনিবার নিউ জার্সিতে দেওয়া ভাষণে ভার্জিনিয়ার সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, ‘অনেক পক্ষের বিদ্বেষ, গোঁড়ামি এবং সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি।’ তিনি বার বার ‘অনেক পক্ষ’ কথাটির ওপর জোর দেন। ট্রাম্প দাবি করে বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলছে। কেবল ডোনাল্ড ট্রাম্প কিংবা বারাক ওবামার সময় থেকে নয়, আরও আগে থেকে এইসব চলছে। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ তাহল দ্রুত আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’ একে অপরকে ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

পরে হোয়াইট হাউসের এক মুখপাত্র ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেন, ‘প্রেসিডেন্ট যেকোনও উৎস ও যেকোনও পক্ষ থেকে সৃষ্ট বিদ্বেষ, গোঁড়ামি এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন। আজ বিক্ষোভকারী ও বিক্ষোভবিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।’

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় দক্ষিণের অঙ্গরাজ্যগুলো দাস প্রথা টিকিয়ে রাখার পক্ষে লড়েছিল। অনেক অঙ্গরাজ্যেই এখনো দাস প্রথার পক্ষের কনফেডারেটপন্থীদের মূর্তি রয়েছে। এমনকি অনেক জায়গায় সরকারি ভবনে পর্যন্ত এখনও কনফেডারেট পতাকা উড়ানো হয়। তবে সম্প্রতি বর্ণবাদবিরোধীদের আন্দোলনের মুখে অনেক জায়গাতেই কর্তৃপক্ষ এ ধরনের মূর্তি অপসারণ করতে বাধ্য হচ্ছে। এতে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ হয়। তার প্রতিবাদে আয়োজিত একটি মিছিল যখন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে থমাস জেফারসনের মূর্তির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেখানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া