X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের ক্যাফেতে চলন্ত গাড়ির হামলা, বালিকা নিহত

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৮:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:২৭
image

ফ্রান্সে এক সপ্তাহের ব্যবধানে চলন্ত গাড়ি দিয়ে হামলার সাম্প্রতিক প্রবণতায় নতুন করে যুক্ত হলো প্যারিসের কাছাকাছি এক গ্রাম। সেখানকার একটি পিজা ক্যাফেতে চলন্ত গাড়ি ঢুকিয়ে দেওয়া হলে ১৩ বছর বয়সী এক বালিকা প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ১২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতারের কথা জানিয়েছে ফরাসি নিরাপত্তা সূত্র। একে জঙ্গি হামলা বলতে নারাজ তারা।

ফ্রান্সের ক্যাফেতে চলন্ত গাড়ির হামলা, বালিকা নিহত
জঙ্গি হামলাকে কারণ দেখিয়ে এ পর্যন্ত ৫ বার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এতে হামলা বন্ধ হয়নি। ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৬ষ্ঠ দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর গেল সপ্তাহেও প্যারিসে এক ব্যক্তি একদল সৈন্যর ওপর চলন্ত গাড়ি তুলে দিলে ছয় সৈন্য আহত হন; পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত অবস্থায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবারের হামলাস্থল প্যারিস থেকে ৫৫ কিলোমিটার পূর্বে লা ফেরতে-সু-জুয়ারের কাছে সেপ্ত-সর্ত নামের গ্রাম। সেখানে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওই হামলা হয়। প্রাথমিক প্রতিবেদনগুলোতে নিহত বালিকার বয়স ৮ বছর বলা হলেও পরে তার বয়স ১৩ বলে জানানো হয়। ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার পর ঘাতক বিএমডব্লিউটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২ বছর বয়সী ওই চালকের জাতীয়তা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন. সন্দেহভাজন হামলাকারী ফরাসি। স্থানীয় সংবাদমাধ্যম আরটিএল রেডিও জানিয়েছে, পুলিশের কাছে গাড়িতে অস্ত্রশস্ত্র থাকার কথা স্বীকার করেছে হামলাকারী।ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলা হলেও এটিকে জঙ্গি হামলা বলে বিবেচনা করা হচ্ছে না। আহতদের মধ্যে তার ছোট ভাইও আছে বলে পুলিশের সূত্রগুলো একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে, হামলার সঙ্গে জঙ্গিবাদের কোনও সংযোগ পাননি তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে আত্মঘাতী বোমা হামলার পর প্রথম জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিলেন। গত বছর নিস শহরে এক ট্রাক হামলায় নিহত হন ৮৬ জন।

/বিএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি