X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর হুমকি দিলেন রুহানি

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২১:৪৮
image

 

নতুন করে যুক্তরাষ্ট্র যদি কোনও হুমকি দেয়, অথবা আবারও কোনও অবরোধ আরোপ করে; তাহলে ‘কয়েক মুহূর্তে’র মধ্যে আবারও পরমাণু কর্মসূচি শুরু করবে তেহরান। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ হুমকি দিয়েছেন।
পার্লামেন্টে  ইরানের প্রেসিডেন্ট রুহানি

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৬ পরাশক্তি এবং তেহরানের মধ্যে সম্পাদিত পারমাণবিক চুক্তি ২০১৬ সালের জুলাই মাসে কার্যকর হয়। চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনতে আর পরাশক্তিগুলো তেহরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারে রাজি হয়। 

মার্কিন সরকার যদি মনে করে, ইরান এ সমঝোতা মেনে চলছে না, সেক্ষেত্রে কংগ্রেস ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম।  জুলাইয়ের শেষ সপ্তাহে সেই সক্ষমতা কাজে লাগিয়ে তেহরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ বিভাগ। তবে বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন করে আর কোনও নিষেধাজ্ঞা অথবা হুমকি দেওয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

কদিন আগে নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও বিশেষায়িত বাহিনী বিপ্লবী গার্ডের বরাদ্দ বাড়ানোর একটি বিলে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আর পার্লামেন্টে রুহানি এবার বলেছেন, যুক্তরাষ্ট যদি নতুন করে হুমকি আর নিষেধাজ্ঞা দেয়, তাহলে ‘কয়েক মুহূর্তে’ই পরমাণু চুক্তি ভেস্তে দিতে পারে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

২০১৫ সালের চুক্তি অনুসারে, পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার যোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে পারবে না ইরান। যুক্তরাষ্ট্র ওই কর্মসূচিকে ‘উস্কানিমূলক’ দাবি করলেও তেহরান বলছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘিত হচ্ছে না বলে দাবি তেহরানের। জুলাইয়ের শেষ সপ্তাহে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট সিমোরগের সফল পরীক্ষা চালায়। চলতি মাসে মার্কিন অর্থবিভাগ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানায়। ‘দেশটি যেন আর এ ধরনের পরীক্ষা না চালায়’ সেজন্যই নিষেধাজ্ঞা’ দেওয়ার কথা জানায় তারা।

সেই নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে বুধবার রুহানি পার্লামেন্টে বলেন,  ‘আবারও যদি যুক্তরাষ্ট একই কাজ করে; অল্প সময়ের মধ্যেই তেহরান তার জবাব দেবে। কয়েক মাস কিংবা কয়েকদিন নয়, কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় পরমাণু কর্মসূচিতে ফিরে যাওয়া হবে।’ রুহানি হুঁশিয়ার করেছেন ২০১৫ সালে বন্ধ করা কর্মসূচির থেকে আরও শক্তিশালী হবে নতুন পরমাণূ কর্মসূচি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে