X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হোক্কাইদো দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:৫০

হোক্কাইদো দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া জাপানের হোক্কাইদো দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের সেনারা। ১৬ নভেম্বর ২০১৭ বুধবার শুরু হওয়া এ অনুশীলন দেশ দুটির মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। এদিনের মহড়ায় দুই দেশের দুইটি করে মোট চারটি বোমারু বিমান নেয়। ১৮ দিনের মহড়ায় উভয় দেশের সামরিক বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য অংশ নিচ্ছেন। জঙ্গি বিমানের যৌথ মহড়া ছাড়াও এ অনুশীলনে অত্যাধুনিক বিভিন্ন গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং জাপানের এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে পৃথকভাবে এ মহড়ার খবর নিশ্চিত করা হয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এ মহড়া শুরু হলো। তবে দুই দেশের মধ্যে বড় আকারের এমন সামরিক অনুশীলনে ক্ষোভ প্রকাশ করেছে চীন।

মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো-এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। জাপানের সঙ্গে এই মহড়ার মাধ্যমে মিত্রদের সঙ্গে সংহতি প্রদর্শন করতে চায় ওয়াশিংটন।

এদিকে উত্তর কোরিয়া আপাতত যুক্তরাষ্ট্রের গুয়ামে হামলার পরিকল্পনা থেকে সরে আসায় দেশটির শীর্ষ নেতা কিম জং অনের বুদ্ধির প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গুয়ামে মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকে কেন্দ্র করে সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্রতা পায়। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা পর্যালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং আন - তবে এ পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। কিমের আপাতত হামলা না চালানোর সিদ্ধান্তকে সুচিন্তিত ও যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, এর ব্যতিক্রম হলে সেটা খুবই খারাপ হতো।

উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দুই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: রয়টার্স, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি