X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জের সঙ্গে বৈঠক রিপাবলিকান কংগ্রেসম্যানের

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৯:০৭আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:১০

ডানা রোহরাবাচার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির একজন কংগ্রেসম্যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই কংগ্রেসম্যানের নাম ডানা রোহরাবাচার। বুধবার লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তারা তিন ঘণ্টার এ বৈঠকে মিলিত হন।

জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে লন্ডনে যুক্তরাষ্ট্রের কোনও কংগ্রেসম্যানের এটাই প্রথম সাক্ষাৎ।

চার্লস জনসন নামের একজন রক্ষণশীল সাংবাদিক দ্য ডেইলি কলার’কে জানান, তিনি অ্যাসাঞ্জের জন্য এ বৈঠকের আয়োজন করেছেন। কারণ উইকিলিকস প্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চান; যাতে তাকে আর অন্য কোথাও আশ্রয় নিয়ে থাকতে না হয়। এক্ষেত্রে অ্যাসাঞ্জ ও হোয়াইট হাউসের মধ্যে তিনি মধ্যস্থতা করতে পারেন।

ডানা রোহরাবাচার-এর মুখপাত্র কেন গ্রাবস দ্য ডেইলি কলার’কে বলেন, আমি এটা নিশ্চিত করছি যে, এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চার্লস জনসন’ও এতে অংশ নিয়েছেন।

সংবাদমাধ্যমে এই বৈঠকের খবর ফাঁস হয়ে গেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেন ডানা রোহরাবাচার। এতে বলা হয়, অ্যাসাঞ্জ দৃঢ়ভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে উইকিলিকসের ফাঁসকৃত ইমেইলগুলোর সঙ্গে রাশিয়ার কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হবে।

২০১০ সালে উইকিলিকস আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে। উইকিলিকসে তথ্য ফাঁসের পর জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি সুইডেনের আইনজীবীর সঙ্গে কয়েকবার সাক্ষাতের প্রস্তাব নাকচ করেন। ২০১০ সালে সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় আইনজীবীরা অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন। অ্যাসাঞ্জের দাবি, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতো। সূত্র: দ্য ডেইলি কলার।

/এমপি/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি