X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বার্সেলোনার সন্দেহভাজন হামলাকারী

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০৪:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৪:৩৮

দ্রিস ওবাকির স্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী দ্রিস ওবাকির ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে। তার ফেসবুক পেজ থেকে এমনই ধারণা পেয়েছে দেশটির পুলিশ। এদিকে,ওই হামলার পরপরই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়।

স্প্যানিশ পত্রিকা এবিসির বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, দ্রিস ওবাকিরের নামে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে সে জঙ্গিবাদে জড়িয়েছে, এমন তথ্য পুলিশের কাছে ছিল না। আরেক দৈনিক এল পেইস জানিয়েছে, কাতালোনিয়ার একটি কারাগারে কিছুদিন বন্দিও ছিল ওবাকির। সেখান থেকে ২০১২ সালে ছাড়া পায় সে।

ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বার্সেলোনার সন্দেহভাজন হামলাকারী মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করত। স্পেনের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওবাকির ভাড়া নিয়েছিল। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

দ্রিস ওবাকিরের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে এক সময় মার্সেই শহরে বাস করত। পরে কাতালোনিয়ার রিপোলে চলে যায়। ওই ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে র‌্যাপ গান পছন্দ করে। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের। আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়। কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করে সে। 

/এএম/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!