X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্পেনে গাড়ি হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০৮:১১আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৮:১৬

স্পেনে গাড়ি হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা স্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। তারা এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে স্পেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবারের (১৭ আগস্ট) ওই ঘটনায় ১৩ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বলেছে, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বানে সাড়া দিয়ে এ ‘অপারেশন’ চালানো হয়েছে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় স্পেনের জনগণকে ‘দৃঢ়’ থাকার আহ্বান জানান। পরে আরেকটি টুইটে তিনি বলেন, ‘কোনও সন্ত্রাসী ধরা পড়লে যুক্তরাষ্ট্রের জেনারেল পারশিং কী করতেন, তা পড়ে দেখো। ৩৫ বছর আর কোনও ইসলামপন্থী উগ্রবাদী ছিল না।’

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় জেনারেল পারশিং সম্পর্কিত বহু আগেই মিথ্যা প্রমাণিত ওই গল্প তুলে ধরে ট্রাম্প বলেছিলেন, ওই জেনারেল ফিলিপাইনের মোরো প্রদেশের গভর্নর থাকাকালে ৫০ জন চরমপন্থীকে ধরে তাদের ৪৯ জনকে হত্যা করেছিলেন। বাকি একজনকে বলেছিলেন—যাও, তোমার লোকদের কাছে গিয়ে ঘটনাটি বলো। এরপর ৩৫ বছর আর সেখানে কোনও ইসলামি উগ্রপন্থী ছিল না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন এক টুইটে স্প্যানিশদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, আমরা ‘একতাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ’ থাকব। এরপরই তিনি ডোনাল্ড ট্রাম্পের টুইটটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্ণবাদ ও বিদেশিদের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে যারা লড়াই করছেন, আমরা তাদের পাশে থাকব।’

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এক বার্তায় ওই হামলার নিন্দা জানিয়ে স্পেনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

ভিকটিমদের প্রতি সহানুভূতি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাজ্য স্পেনের পাশে রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক টুইট বার্তায় স্পেনের নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।   

এছাড়া, বার্সেলোনায় হতাহতদের স্মরণে নিউইয়র্কের ওয়ান ট্রেড সেন্টার ভবনের ওপরের পিরামিড আকৃতির কাঠামোটি বৃহস্পতিবার রাতে লাল ও হলুদ আলোয় আলোকিত করা হয়। অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয় প্যারিসের আইফেল টাওয়ার। খবর বিবিসি ও গার্ডিয়ানের।

/এএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে