X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় হামলার জন্য ‘জিহাদি সন্ত্রাসবাদ' দায়ী: স্পেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০৯:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৯:০৭
image

স্পেনের বার্সেলোনায় ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে হামলার ঘটনায় ‘জিহাদি সন্ত্রাসবাদকে’ দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়। গোটা বিশ্ব এ ধরনের সন্ত্রাসবাদের হুমকিতে রয়েছে উল্লেখ করে বৈশ্বিকভাবে এ হুমকি মোকাবিলার ওপর জোর দিয়েছেন তিনি। বার্সেলোনা হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন মারিয়ানো। 

মারিয়ানো রাজোয়
অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান জানায়, লাস রামব্লাস এভিনিউতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভ্যান চালিয়ে হামলার ঘটনায় বেশ ক’জন হতাহত হওয়ার পর বার্সেলোনায় একটি সংবাদ সম্মেলন করেন মারিয়ানো। তিনি বলেন, ‘আমাদের মতো মুক্ত এবং খোলামেলা সমাজগুলোতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাটা আজকাল প্রধান অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। এটি একটি বৈশ্বিক হুমকি এবং এর বিরুদ্ধে জবাবটাও বৈশ্বিক হতে হবে।’  

উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে  হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে।

এদিকে স্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গাড়ি নিয়ে হামলার পর চালক পায়ে হেঁটে পালিয়ে গেছে।

/এফইউ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ