X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তিন হামলা ও বিস্ফোরণের ঘটনায় সংযোগ খুঁজছে স্পেনের পুলিশ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০৯:৪৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:০৫
image

স্পেনে অল্প সময়ের ব্যবধানে হামলা, হামলা প্রচেষ্টা ও বিস্ফোরণের তিনটি ঘটনার মধ্যে সংযোগ রয়েছে বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ক্যামব্রিলসে হামলা প্রচেষ্টায় ব্যবহৃত গাড়ি পরীক্ষা করছে পুলিশ
স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে  হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। এই দুই হামলার আগে বুধবার রাতে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে। 

কাতালান পুলিশ এবং আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন জানিয়েছেন তদন্তকারীরা লাস রামব্লাস, ক্যামব্রিলস এবং এর আগে আলকানার বিস্ফোরণের ঘটনার মধ্যে সংযোগ থাকার ব্যাপারে ধারণা করছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

এরইমধ্যে ক্যামব্রিলসের হামলাকেও সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি অডি এ থ্রি গাড়িতে বসা ছিল এবং পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরে টহলদার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদের গুলি করে হত্যা করে।’

পুলিশ জানায়, হামলাকারীদের কেউ কেউ বিস্ফোরক বেল্টের মতো কিছু একটা পরা ছিলেন। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে বার্সেলোনার হামলাকারী সেই গাড়িচালক নেই। তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

/এফইউ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া