X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুই মাস আগেই সতর্ক করেছিল সিআইএ, হামলা ‘অনিবার্য’ বলেছিল আইএস

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১২:৫৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৭:৫০
image

স্পেনের বার্সেলোনায় হামলা হতে পারে বলে দুই মাস আগেই কাতালান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। কেবল তাই নয়, জুলাইয়ের শেষের দিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসও স্পেনে হামলা হবে বলে হুঁশিয়ার করেছিল। স্পেনভিত্তিক সংবাদপত্র এল পেরিওডিকোর বরাত দিয়ে বিবিসি খবরটি জানিয়েছে।

বার্সেলোনার হামলায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে
প্রতিবেদনে বলা হয়, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্দিষ্ট করে বার্সেলোনার রামব্লাস শহরের নাম উল্লেখ করেছিল সিআইএ। বলা হয়েছিল প্যারিস, লন্ডন এবং বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলোতে হামলার পর রাম্বলাসও হামলার নিশ্চিত লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। আর জুলাই মাসের শেষের দিকে আইএস এর পক্ষ থেকে করা একটি টুইটে বলা হয়, স্পেনে একটি হামলা অনিবার্য। এরইমধ্যে সংগঠনটি বৃহস্পতিবার (১৭ আগস্ট) বার্সেলোনার হামলার দায় স্বীকার করেছে।

সংগঠনটির কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এ প্রকাশিত এক বিবৃতিতে আইএস  দাবি করেছে, তাদের সৈনিকরা এ হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বানে সাড়া দিয়ে এ ‘অপারেশন’ চালানো হয়েছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি। তবে তাদের দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় সাতজন (ছয় পথচারী ও এক পুলিশ) আহত হয়। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে। 

 কাতালান পুলিশ এবং আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন জানিয়েছেন তদন্তকারীরা লাস রামব্লাস, ক্যামব্রিলস এবং এর আগে আলকানার বিস্ফোরণের ঘটনার মধ্যে সংযোগ থাকার ব্যাপারে ধারণা করছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

এরইমধ্যে ক্যামব্রিলসের হামলাকেও সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি অডি এ থ্রি গাড়িতে বসা ছিল এবং পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরে টহলদার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদের গুলি করে হত্যা করে।’

পুলিশ জানায়,হামলাকারীদের কেউ কেউ বিস্ফোরক বেল্টের মতো কিছু একটা পরা ছিলেন। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে বার্সেলোনার হামলাকারী সেই গাড়িচালক নেই। তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

/এফইউ/

সম্পর্কিত
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল