X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়াকে মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১২:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:০০

উ. কোরিয়াকে মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পূর্ব এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ওয়াশিংটনে উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনরি ওনোদেরা বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় বৈঠকে আমরা চাপ বৃদ্ধি ও মিত্রদের সামর্থ্য বৃদ্ধিতে একমত হয়েছি।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা কর্মসূচি অনেক এগিয়ে গেছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে হামলার প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও পরে উত্তর কোরীয় নেতা কিম জং উন এই হামলার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তর কোরিয়া ইস্যুতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন উভয় দেশের প্রতিনিধিরা।

টিলারসন জানান, পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তা যদি কার্যকর হয় তবেই।  আগের আলোচনার মতো ফল চায় না যুক্তরাষ্ট্র।

২০০৫ সালে উত্তর কোরিয়া ছয়টি দেশের সঙ্গে একটি চুক্তি করেছিল। চুক্তি অনুসারে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কথা। কিন্তু চুক্তিটি পরে ভেস্তে যায়।

কিছুদিন আগেই জাপানের হোক্কাইদো দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের সেনারা। এ অনুশীলন দেশ দুটির মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। মহড়ায় দুই দেশের দুইটি করে মোট চারটি বোমারু বিমান নেয়। ১৮ দিনের মহড়ায় উভয় দেশের সামরিক বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য অংশ নিচ্ছেন। জঙ্গি বিমানের যৌথ মহড়া ছাড়াও এ অনুশীলনে অত্যাধুনিক বিভিন্ন গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। 

উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দুই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা