X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্পেনের ক্যামব্রিলসে হামলার প্রচেষ্টাকারীদের পরনে ভুয়া বিস্ফোরক বেল্ট

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৪:৩৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:৩৮
image

স্পেনের কাতালানের ক্যামব্রিলস শহরে গাড়ি চালিয়ে হামলার প্রচেষ্টাকারী ব্যক্তিদের পরনে ভুয়া বিস্ফোরক বেল্ট ছিল বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের আঞ্চলিক প্রধান কার্লস পুইগডেমন্ট এ কথা জানান।  

ক্যামব্রিলসে হামলা প্রচেষ্টায় ব্যবহৃত গাড়ি পরীক্ষা করছে পুলিশ
স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। পাঁচ হামলাকারীর চারজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আরেকজন আহত হওয়ার পর ধীরে ধীরে মারা যায়। তালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি অডি এ থ্রি গাড়িতে বসা ছিল এবং পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরে টহলদার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদের গুলি করে হত্যা করে।’শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছিল, হামলাকারী বিস্ফোরক বেল্টের মতো কিছু পরা ছিল। শুক্রবার সেই খবর নাকচ করে দিয়ে স্পেনের আঞ্চলিক প্রধান কার্লস পুইগডেমন্ট বলেন, ওই বিস্ফোরক বেল্ট যে ভুয়া সে ব্যাপারে বোমা বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন।

এই দুই হামলার আগে বুধবার রাতে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে। 

কাতালান পুলিশ এবং আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন জানিয়েছেন তদন্তকারীরা লাস রামব্লাস, ক্যামব্রিলস এবং এর আগে আলকানার বিস্ফোরণের ঘটনার মধ্যে সংযোগ থাকার ব্যাপারে ধারণা করছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

/এফইউ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা