X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ, স্পেনজুড়ে চিরুনি অভিযান

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:৪০

মুসা ওকাবির স্পেনের বার্সেলোনা শহরের লাস রামব্লাসে ১৭ আগস্টের সন্ত্রাসী হামলার ঘটনায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। পথচারীদের ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় মুসা ওকাবির নামের ১৮ বছরের এক তরুণকে সন্দেহ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে-ই গাড়িটির চালক ছিল। তার খোঁজে স্পেনজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, হামলা চালানোর জন্য ভাইয়ের তথ্য ব্যবহার করে গাড়িটি ভাড়া নিয়েছিল মুসা ওকাবির।

বার্সেলোনা হামলার কয়েক ঘণ্টার মাথায় ক্যামব্রিল এলাকা থেকে আরও পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা আরেকটি গাড়ি হামলা চালানোর চক্রান্তে লিপ্ত ছিল। ওই হামলায় আহত এক নারী শেষ পর্যন্ত মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, ক্যামব্রিলে নিহত ব্যক্তিরা বার্সেলোনা হামলায়ও জড়িত ছিল।

এদিকে বার্সেলোনায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় আরেক সন্দেহভাজন দ্রিস ওকাবির আত্মসমর্পণ করেছেন। কেবল তাই নয়, এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। ওকাবিরের দাবি, হামলার আগে তার পরিচয় সংক্রান্ত কাগজপত্র চুরি হয়ে গিয়েছিল। পরে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য, পুলিশও বলছে যে গাড়িচালককে খোঁজা হচ্ছে তিনি দ্রিস ওকাবির নন।

ৱস্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও প্রায় ১০০ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার পর গাড়িচালক গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে যায়। হামলার পর পর পুলিশ প্রথমে সন্দেহভাজন হামলাকারী হিসেবে দ্রিস ওকাবিরের নাম ও ছবি প্রকাশ করে। মরোক্কান বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করতেন। স্পেনের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওকাবির ভাড়া নিয়েছিলেন। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন খবরে বলা হয়, ওকাবির অনলাইন ও মিডিয়ায় সন্দেহভাজন হিসেবে নিজের ছবি দেখে আত্মসমর্পণ করেছেন। পুলিশ কর্মকর্তাদের তিনি বলেছেন, হামলার আগেই তার পরিচয়পত্র চুরি হয়ে যায় এবং তিনি এ হামলার সঙ্গে জড়িত নন। পরে কাতালোনিয়ার রিপোল শহরের পুলিশ তাকে গ্রেফতার করে। কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশের সদস্য জোসেফ লুইস ট্রাপেরো বলেন, যে গাড়িচালককে খোঁজা হচ্ছে দ্রিস ওকাবির সেই গাড়িচালক নন।

দ্রিস ওকাবিরের ফেসবুক পেজের তথ্যকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দ্রিস এক সময় মার্সেই শহরে বাস করতেন। পরে কাতালোনিয়ার রিপোলে চলে যায়। ওই ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, তিনি র‌্যাপ গান পছন্দ করেন। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের। আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়। কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী