X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীর অপসারণে নীরব ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ০৮:৫১আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৯:৫৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ্য কৌশল প্রণেতা স্টিভ ব্যাননকে সরিয়ে দেওয়া হলেও এ ব্যাপারে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। ট্রাম্পের প্রশাসনে মুখ্য নীতিনির্ধারকের দায়িত্ব পাওয়া স্টিভ ব্যানন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছিলেন। সেই ব্রেইটবার্ট-ই ব্যাননের অপসারণ ইস্যুতে ট্রাম্পের নীরবতার খবর দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ও স্টিভ ব্যানন

এক প্রতিবেদন ব্রেইটবার্ট বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বেডমিনস্টারের গলফ ক্লাবে ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে তিনি নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে ম্যারিল্যান্ড যান। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, চিফ অব স্টাফ জন কেলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসসহ ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্প ডেভিডের বৈঠকে উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে ট্রাম্প যখন নিউ জার্সিতে ফিরে যাচ্ছিলেন, তখন সাংবাদিকরা চিৎকার করে এ সংক্রান্ত প্রতিক্রিয়া জানতে চাইলেও ট্রাম্প কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প, মেয়ে ইভানকা এবং জামাতা কুশনারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যানন-এর। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারা হুক্যাবি স্যান্ডার্স নিশ্চিত করেন, দিনটি হোয়াইট হাউজে ব্যাননের শেষ কর্মদিবস ছিল। সেই ব্যাননকে নিয়ে টুইটারেও ট্রাম্পের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্রেইটবার্ট-এর দায়িত্ব নেওয়ার আগে সাবেক নৌ কর্মকর্তা ব্যানন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং হলিউডে প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ট্রাম্প দৃশ্যপটে উঠে আসার আগে মাঠের রাজনীতিতে তাকে পরিচিত করতে সহায়তা করেছিলেন তিনি। ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্পের উত্থানের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক এবং ভাবাদর্শগত কাঠামোর ভিত্তি স্থাপনে সাহায্য করেন ব্যানন।

ট্রাম্প প্রশাসনের প্রথম দিকের তালিকা অনুযায়ী, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জন্য ব্যাননের নাম প্রস্তাব করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোয়েন্দা কার্যক্রমের জন্য তাকে বাছাইয়ের কথা উঠেছিল। পরে মুখ্য কৌশলবিদ হিসেবে নিয়োগ পান তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনে পদাধিকারের চেয়েও তার গুরুত্ব অনেক বেশি।

সমালোচকরা ব্যাননকে একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও ডানপন্থি বর্ণবিদ্বেষী বলে আখ্যায়িত করেন। তার বিতর্কিত মার্কিন ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্ট প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে উগ্র ডানপন্থী মতবাদের পক্ষে মতাদর্শ সরবরাহ করে। ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট।

এপ্রিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমসাময়িক সময়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে আসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়া ম্যাকমাস্টারের কথা। তার জন্যই ব্যাননকে জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে সরে যেতে হয় ব্যাননকে। এবার তিনি মুখ্য কৌশল প্রণেতার দায়িত্ব হারিয়ে ট্রাম্প প্রশাসন থেকে পুরোপুরি আনুষ্ঠানিক বিচ্ছেদের শিকার হলেন।

/বিএ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
বরিশালে ঈদে বেড়াতে এসে দুই চাচাতো বোনসহ ৩ জন লাশ
বরিশালে ঈদে বেড়াতে এসে দুই চাচাতো বোনসহ ৩ জন লাশ
রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে: জেলেনস্কি
রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে: জেলেনস্কি
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী মুশতাক বাংলাদেশের স্পিন বোলিং কোচ
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী মুশতাক বাংলাদেশের স্পিন বোলিং কোচ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের