X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অধিকৃত পশ্চিমতীরে আবারও ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি কিশোর

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১২:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১২:১৫
image

আবারও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ তুলে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। শনিবার (১৯ আগস্ট) পশ্চিম তীরে ১৭ বছর বয়সী ওই কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ওই কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে নতুন করে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে
স্থানীয় সুত্রকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, নিহত কিশোরের নাম কুতায়বা জিয়াদ জাহরান। সে তুলকারাম এলাকার বাসিন্দা ছিল। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতায়বার একটি ছবি প্রকাশিত হয়েছে।  ইসরায়েলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনি কিশোর একটি চেকপয়েন্টে তাদেরকে ছুরিকাঘাতের চেষ্টা করছিল।  তবে ঘটনার কারণ সম্পর্কে নিরপেক্ষ কোনও সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, শনিবার জাতারা চেকপয়েন্টে অবস্থানরত আধা সামরিক পুলিশের একটি দলের ওপর ওই ফিলিস্তিনি কিশোর হামলা চালানোর চেষ্টা করে। তার হাতে ব্যাগের মতো কিছু একটা ছিল। ওই কিশোর ইসরায়েলি সেনাদের সম্বোধন করে কিছু একটা বলার সময় তাকে গুলি করা হয় বলে দাবি করেছেন ওই মুখপাত্র।

ইসরায়েলের সরকারি রেডিও খবরে বলা হয়, অসতর্কতাবশতঃ নিজেদের ছোড়া গুলিতে এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে বেথলেহেমভিত্তিক সংবাদ সংস্থা মান নিউজ জানায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে এবং ওই চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মান আরও জানায়, ওই ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরে  বেড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ওই পোস্টে নিহত কিশোর তার ইচ্ছের কথা প্রকাশ করেছিল। নিজেকে স্বাধীনতার জন্য আত্মাহুতি বরণকারীর (শহীদ) পরিচয়ে মরতে চেয়েছিল সে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন জোরালো হয়েছে। ২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের বলি হয়েছে ২৯৪ জন ফিলিস্তিনি। বিপরীতে ফিলিস্তিনিদের প্রতিরোধ হামলায় ৪৭ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি