X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ফরেন পলিসি ম্যাগাজিন ও আলজাজিরার খবর

জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে সৌদি জোট

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১৪:১৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২০:৫৭
image

জাতিসংঘের আওতায় সৌদি নেতৃত্বাধীন জোট কালো তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে কূটনীতি বিষয়ক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি। এদিকে কাতারভিত্তিক আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবকে বেসামরিক শিশু হত্যার দায়ে কালো তালিকায় অন্তর্ভূক্ত করার কথা ভাবছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতারেজ।
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় প্রাণ হারিয়েছে বহু শিশু


ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের ২৬ মার্চ দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। দুই বছর ধরে চলমান এই অভিযানে ইয়েমেনের প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই শিশু। আলজাজিরা বলছে, দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসনের মাধ্যমে বিপুল সংখ্যক শিশু হত্যার জন্য সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে জাতিসংঘ।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি জোটকে কালো তালিকাভুক্ত করার জন্য এরইমধ্যে একটি খসড়া রিপোর্ট তৈরি করা হয়েছে এবং তা জমা দেয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুতেরেসের কাছে। এখন বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জাতিসংঘের সেই খসড়া নথি

এদিকে ফরেন পলিসির খবরে বলা হয়েছে, আসছে মাসে সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত হওয়া বেসামরিক শিশুদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ। সেই প্রতিবেদনে সৌদি জোটকে কালো তালিকাভূক্ত করার সুপারিশ থাকবে।

ইয়েমেনে নারী ও শিশু হত্যার জন্য গত বছরও সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছিল জাতিসংঘ। কিন্তু পরে রিয়াদ এবং তার পশ্চিমা কয়েকটি মিত্রদেশ জাতিসংঘের ওপর চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়া হয়।
যুদ্ধের বলি ইয়েমেনি শিশু

সৌদি জোট ইয়েমেনের ওপর আড়াই বছর ধরে জল, স্থল ও আকাশপথের অবরোধ দিয়ে রেখেছে। এতে ইয়েমেনের ৭০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে রয়েছে। সম্প্রতি গ্লোবাল লিকস নামের একটি গ্রুপের ফাঁসকৃত ইমেইল থেকে জানা গেছে, ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসন শুরুর দুই বছর পর এখন এ যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাইছে দেশটি।

সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের এক মাস আগে দুই মার্কিন কর্মকর্তার কাছে এমন অবস্থানের কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গ্লোবাল লিকস সে সংক্রান্ত ইমেইল ফাঁস করে দেয়। এতে দেখা যায়, প্রয়োজনে এ ব্যাপারে চিরশত্রু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়ও আপত্তি নেই রিয়াদের।

/বিএ/

সম্পর্কিত
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ