X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
আমিরাতের রাষ্ট্রদূতের ইমেইল ফাঁস

ইয়েমেনে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে সৌদি জোট

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:১৭

ইয়েমেনে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে সৌদি জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-অতাইবার ফাঁস হওয়া কয়েকটি ইমেইলে  এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে সৌদি জোট। এসব হামলায় যুক্তরাষ্ট্রে আরব আমিরাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অতাইবা। দুই বছর আগে এই মেইলগুলো পাঠিয়েছিলেন অতাইবা।

ফাঁস হওয়া ইমেইল থেকে জানা যায়, ইয়েমেনে সৌদি জোটকে সহযোগিতা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইয়েমেনে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় যুক্তরাষ্ট্রে আরব আমিরাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের সম্পর্কের অবনতি হচ্ছে। ফলে জোটের গুরুত্বপূর্ণ ও সক্রিয় দেশ হিসেবে আমিরাত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়।

এই মেইলগুলো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আরব আমিরাতের নীতিনির্ধারকদের কাছে পাঠিয়েছিলেন অতাইবা। নীতিনির্ধারকদের মধ্যে ছিলেন আমিরাতের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী মহাসচিব আলি আল-শামসি ও যুবরাজের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ মোবারক আল-মাজরুয়েই।

আমিরাতি রাষ্ট্রদূত আল-অতাইবা এই মেইলটি আবুধাবিতে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তা খালদুন আল-মুবারকে পাঠান।  তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, সিনিয়র আমিরাতি ব্যাংকার তাহনুন বিন জায়েদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী  আনওয়ার মোহাম্মদ গার্গাসকে বিষয়টি জানানো হয়েছে।

ইমেইলে ইয়েমেনের যুদ্ধ ও এর রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল-অতাইবা লিখেছেন, হোয়াইট হাউসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দীর্ঘ আলোচনায় স্পষ্ট হয়েছে যে, ইয়েমেন যুদ্ধে হতাহতের ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ায় আমিরাত রাজনৈতিকভাবে সংকীর্ণ হয়ে পড়ছে।

বেসামরিক নাগরিকদের টার্গেট করার বিষয়টি সরাসরি স্বীকার করে অতাইবা লিখেছেন, বেসামরিক স্থাপনায় (ইয়েমেনে) হামলার সংখ্যা বৃদ্ধি, মানবিক সহযোগিতার ঘাটতির কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

সৌদি জোটের সামরিক অভিযানে ইয়েমেনে মানুষের দুর্দশার কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি অতাইবা।

উল্লেখ্য, ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে প্রায় দুই বছর আগে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা