X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বার্সেলোনা হামলায় প্রভাবিত হবে কাতালানদের স্বাধীনতা?

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২৩:২৩

স্বাধীনতার পক্ষে কাতালানদের একটি মিছিল বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলা কাতালানদের স্বাধীনতায় কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মাদ্রিদকেন্দ্রিক স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী বার্সেলোনায় নিহতদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হওয়ার পর কাতালানদের স্বাধীনতার দাবি ঝিমিয়ে পড়তে পারে ধারণা করলেও বিশেষজ্ঞরা এমন ভাবছেন না। তাদের মতে, এমন হামলার পর রাজা ও প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়া ছিল আনুষ্ঠানিকতা। এতে কাতালানদের স্বাধীনতার দাবিতে কোনও প্রভাব পড়বে না।

কাতালানদের স্বাধীনতার পক্ষে গণভোটের মাত্র দুই মাস আগে বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলাটি ঘটেছে। পর্যটকদের পদচারণামুখর লাস রামব্লাস এলাকায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে হত্যা করা হয়েছে ১৩ জনকে।  

রাজা ফেলিপ ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় বার্সেলোনায় নিহতদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কাতালান প্রেসিডেন্ট কার্লস ও বার্সেলোনার মেয়রও ছিলেন অনুষ্ঠানে।

মালাগা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ম্যানুয়েল আরিয়াস-মালদোনাডো বলেন, এমন ঘটনার পর রাজা ও প্রধানমন্ত্রী না এসে মাদ্রিদে বসে থাকতে পারেন না। তাদেরকে আসতেই হতো।

সেন্ট্রাল ইউনিভার্সিট অব কাতালানের সাংবাদিকতা ও যোগাযোগের অধ্যাপক এবং কাতালানদের স্বাধীনতার আন্দোলনের কর্মী আদ্রিয়া আলসিনা লিয়াল বলেন, যেখান থেকেই সংহতি ও সহমর্মিতা এসেছে আমরা তা গ্রহণ করেছি। তাদের আসা ছিল স্বাভাবিক। এতে রাজনৈতিক সঠিকতা ও সৌজন্যতা প্রকাশ পেয়েছে। এর বেশি কোনও গুরুত্ব নেই আমার কাছে।

অধ্যাপক মালদোনাডো আরও বলেন, পরিস্থিতির কারণে রাজোয় ও কার্লসের  দেখা হয়েছে। অনিচ্ছাকৃত হলেও ঐক্যের কিছু উদ্দেশ্য থাকতে পারে। কাতালান প্রেসিডেন্ট তার ভাষণে নিজের চরিত্র ধরে রেখেছেন আর রাজোয় সহযোগিতার আশ্বাস দিলেও বড় চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন।

রবিবারের পরই কাতালান ও মাদ্রিদের এই সহাবস্থান ভেঙে পড়তে পারে। কারণ রবিবার কাতালানদের সরকারিভাবে তিনদিন শোক পালন শেষ হয়ে যাবে। হামলার পর গণভোটের প্রচারণা স্থগিত রাখা হয়েছিল। শুধু কাতালানদের পতাকা কয়েকটি দোকানে দেখা গেছে।

তবে স্বাধীনতাপন্থীরা দাবি করেছেন, স্পেনের সবচেয়ে বড় দৈনিক পত্রিকাটি হামলার ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উদাহরণ হিসেবে তারা তুলে ধরছেন এল পেইস দৈনিকের সম্পাদকীয়। যেখানে বলা হয়েছে, এ ধরনের হামলার স্বাধীনতার চিন্তা বাদ দিয়ে কাতালানদের বাস্তবতা মেনে নেওয়া উচিত।

বিশ্লেষকরা ধারণা করছেন, শোক পালন শেষ হলেই সামাজিক মাধ্যমে কাতালানদের সঙ্গে মাদ্রিদের লড়াই শুরু হবে। কারণ অনেক কাতালান মনে করছেন, এই হামলার ঘটনায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে কাতালানরা স্বাধীনতার জন্য প্রস্তুত বলেই প্রতীয়মান হচ্ছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন