X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে নিরাপত্তা দিতে গিয়ে অর্থ সংকটে সিক্রেট সার্ভিস

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ১৩:৩৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:১৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে গিয়ে বড় ধরনের তহবিল ঘাটটিতে পড়তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস। সোমবার (২১ আগস্ট) সিক্রেট সার্ভিস জানিয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্প ও তার পরিবারের নিরাপত্তার খরচ যোগানোর মতো যথেষ্ট অর্থ তাদের কাছে আছে। কিন্তু সেপ্টেম্বরের পর থেকে তাদের সংকট শুরু হবে এবং সিক্রেট সার্ভিসের কর্মীদের বেতন ও ওভারটাইম ঠিকমতো দেওয়া যাবে না। এ ব্যাপারে কংগ্রেসের হস্তক্ষেপ চেয়েছে সিক্রেট সার্ভিস।

নিরাপত্তা পরীক্খা করা হচ্ছে
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস হলো একটি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আওতায় সংস্থাটি কাজ করে থাকে। সিক্রেট সার্ভিসের কর্মীদের দুই ধরনের দায়িত্ব পালন করতে হয়। এর একটি হলো অর্থনৈতিক অপরাধ ঠেকানো এবং এ সংক্রান্ত তদন্ত পরিচালনা করা। আর আরেকটি হলো বর্তমান ও সাবেক জাতীয় নেতা ও তাদের পরিবারের সুরক্ষা দেওয়া। যেমন-প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট প্রার্থী, সফররত বিদেশি রাষ্ট্রপ্রধান এবং বিদেশি দূতাবাসগুলোর সুরক্ষা দেওয়া সিক্রেট সার্ভিসের কাজ।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা ৪২ এবং মার্কিন আইন অনুযায়ী তাদের সবাই বিশেষ নিরাপত্তা পাওয়ার দাবিদার। মার্কিন পূর্ব উপকূল জুড়ে ট্রাম্প ও তার পরিবারের একাধিক আবাসিক এলাকা রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে ছুটি কাটাতে পরিবারসহ ট্রাম্প তার আবাসিক এলাকায় যাতায়াত করছেন। এছাড়া, ট্রাম্পের প্রাপ্তবয়স্ক চার সন্তানও তাদের ব্যবসায়িক কাজ বা ছুটি কাটাতে গোটা যুক্তরাষ্ট্র এবং বাইরে ঘোরাফেরা করছেন। এতে দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়েছেন সিক্রেট সার্ভিসের এক হাজারের বেশি এজেন্ট।

মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক র‍্যান্ডলোপ টেক্স অ্যালিস এক বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, সরকারিভাবে সিক্রেট সার্ভিসের কর্মীদের বেতন ও ওভারটাইম হিসেবে যে অর্থ বরাদ্দ করে যে তহবিল দেওয়া হয়েছিল তাতে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ও তার বিশাল পরিবারের ব্যয় মেটাতে গিয়ে দা সেপ্টেম্বরের শেষ নাগাদ ফুরিয়ে যাচ্ছে।

অ্যালিস ওই বিবৃতিতে বলেন, 'চলমান সংকটের নিরসনে সিক্রেট সার্ভিস কয়েক মাস ধরে হোমল্যান্ড সিকিউরিটি, প্রশাসন এবং কংগ্রেসের সঙ্গে কাজ করছে'। একটি আইনি সমাধানের উপায় বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!