X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১২:২৭আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১২:২৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বক্তব্যে ‘হতাশা’ প্রকাশ করেছে ইসলামাবাদ। একইসঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার অভিযোগও অস্বীকার করেছে তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। খাজা আসিফ

ট্রাম্প গতকাল এক বক্তৃতায় বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য ‘যে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে’ সে ব্যাপারে ওয়াশিংটন আর নীরব থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করার পর ইসলামাবাদ ওই প্রতিক্রিয়া জানাল।

প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে বলেন, “সন্ত্রাসবাদের মাধ্যমে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের সমান ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র সেই ভূমিকা স্বীকার করেনি।

ট্রাম্প গতকালকের বক্তৃতায় আরও বলেন, “ইসলামাবাদের উচিত আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করা। কারণ, আমেরিকা এই খাতে পাকিস্তানকে শত শত কোটি ডলার অর্থসাহায্য দেয়। এ অবস্থায় পাকিস্তান মার্কিন সরকারকে সহযোগিতা না করে সন্ত্রাসীদেরকে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে।”

মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর বক্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিগত দিক দিয়ে পাকিস্তান তার ভূমিকে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। তিনি বলেন, পাকিস্তান অন্য কোনও দেশের জন্য নয়, তার নিজের জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়ছে।

খাজা আসিফ জানিয়েছেন,  বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের আনুষ্ঠানিআক প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট