X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে 'বিশেষ সুবিধা' বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৫:২৮আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৫:২৯
image

আফগান জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সামরিক মিত্র হিসেবে পাকিস্তান বিশেষ সুবিধা হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। জঙ্গিদের আশ্রয় দিলে পাকিস্তানকে অনেক কিছু হারাতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির একদিন পর মঙ্গলবার (২২ আগস্ট) টিলারসন নতুন করে হুমকি দেন।
টিলারসন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিত্র এবং নন ন্যাটো অ্যালি হিসেবে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর অর্থ সহায়তা পায়। তবে পাকিস্তান যদি জঙ্গিদের মোকাবিলার ধরনে পরিবর্তন না আনে তখন আর দেশটিকে এ সুবিধা দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন টিলারসন। সাংবাদিকদের তিনি বলেন, যেসব সন্ত্রাসী সংগঠন পাকিস্তানকে নিরাপদ স্বর্গ মনে করে তাদেরকে মোকাবিলার ধরন ও পদক্ষেপে পরিবর্তন আনতে না চাইলে আলোচনার টেবিলে বসতে। টিলারসনের দাবি, ‘পাকিস্তানকে নিজের স্বার্থেই ওইসব পদক্ষেপ নিতে হবে।’
যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো পাকিস্তানে স্থিতিশীলতা দেখতে চায় বলে দাবি করেন টিলারসন। তিনি বলেন, “তারা পারমাণবিক শক্তিধর দেশ এবং দেশটির অস্ত্রের নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এটা এমন কোনও বিভাজিত পরিস্থিতি নয় যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ‘আমরা এবং তোমরা’ বলছে।”
টিলারসনের হুমকির একদিন আগে সোমবার পাকিস্তানকে হুঁশিয়ার করেন ট্রাম্প। সন্ত্রাসবাদ নির্মূলের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পাশে না থাকলে পাকিস্তানকে ‘অনেক কিছু হারাতে হবে’ বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসীদের কাছে ‘নিরাপদ স্বর্গ’ বলে বিবেচিত হচ্ছে। সহায়তা বন্ধের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছি- আর তারা সেইসব সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি।’
ট্রাম্পের এ মন্তব্যের পর পরই তা নাকচ করে দিয়েছেন পাকিস্তানি সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন: ‘পাকিস্তানে কোনও জঙ্গি আস্তানা নেই। আমরা হাক্কানি নেটওয়ার্কসহ সব জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র।
২০০৪ সালে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকে মেজর নন ন্যাটো অ্যালি (ন্যাটো জোট বহির্ভূত মিত্র) হিসেবে স্বীকৃতি দেয় সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের প্রশাসন। আল কায়েদা ও তালেবানবিরোধী মার্কিন যুদ্ধে পাকিস্তানকে ওই স্বীকৃতি দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল। এ স্বীকৃতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলার সহায়তা পায় পাকিস্তান। অন্য দেশে নিষিদ্ধ এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন সামরিক প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ পায় ইসলামাবাদ। ২০০২ সাল থেকে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৪ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দেওয়া হয়েছে তথাকথিত কোয়ালিশন সাপোর্ট ফান্ডসকে (সিএসএফ)। কোয়ালিশন সাপোর্ট ফান্ডস হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি কর্মসূচি যার বরাদ্দ সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

 

 

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!