X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে আবারও পুলিশি হামলা, কয়েকজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০০:০৪
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের প্রতিবাদে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে আবারও পুলিশি হামলা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্সে ট্রাম্পের সমাবেশস্থলের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে  হাজারো বিক্ষোভকারী। তাদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস পিপার বল ও স্প্রে ছোড়া হয়। কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং এনবিসি নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।

পুশিল ও বিক্ষোভকারীদের সংঘর্ষ


অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গত সপ্তাহে ভার্জিনিয়ার শার্লটসভিলেতে বর্ণবাদবিরোধীদের মিছিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের হামলার পর থেকে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। শার্লটসভিলের ওই ঘটনার জন্য ‘দুই পক্ষকেই’ দায়ী করে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এর রেশ এখনও কাটেনি।  আরিজোনার মেয়র গ্রেগ স্টানটন পরিস্থিতির বিবেচনায় সমাবেশ না করার আহ্বান জানিয়েছিলেন। তবে তাতে সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ট্রাম্পের সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই সমাবেশস্থল ফোয়েনিক্স কনভেনশন সেন্টারের কাছাকাছি বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন ট্রাম্পবিরোধীরা। সেগুলোর কোনওটিতে লেখা ছিল ‘টক্সিক ট্রাম্প (বিষাক্ত ট্রাম্প)’ কোনওটিতে লেখা ছিল ‘লক হিম আপ’। কেউ কেউ আবার অভিবাসী ও মুসলিমবিরোধী মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ট্রাম্পবিরোধী মন্তব্য লিখে আনেন।

আরিজোনায় পুলিশ ও বিক্ষোভকারী মুখোমুখি


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের সমাবেশ শেষ হওয়ার পরই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিযার গ্যাস ছুড়লে বিশৃঙ্খলা তৈরি হয়। একটি উড়ন্ত হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদেরকে সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। নিচে থাকা পুলিশ কর্মকর্তারাও বিক্ষোভকারীদের সরে যেতে বলে; তা নাহলে বেআইনিভাবে জড়ো হওয়ার অভিযোগে গ্রেফতার করা হবে বলে হুমকি দেওয়া হয়।

ফোয়েনিক্স পুলিশ বিভাগ সিএনএন এর কাছে পাঠানো এক বিবৃতিতে দাবি, ‘বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে লড়াই শুরু করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়তে থাকে। তারা ওই এলাকায় গ্যাসও নিক্ষেপ করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে নিক্ষেপ করে।’

এক সংবাদ সম্মেলনে ফোয়েনিক্স পুলিশের প্রধান জেরি উইলিয়ামস জানান, দুই ব্যক্তিকে বিশৃঙ্খলা তৈরির দায়ে এবং এবং এক ব্যক্তিকে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়। অন্য একটি পরোয়ানায় চতুর্থ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে বিক্ষোভ চলার সময় কোনও পুরিশ কর্মকর্তা আহত হননি বলে জানিয়েছেন উইলিয়ামস।  

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়