X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সৌদি আরব-কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, এজেন্ডায় নেই কূটনৈতিক সংকট

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৭, ১৮:২২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:২৪

সৌদি আরব-কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, এজেন্ডায় নেই কূটনৈতিক সংকট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার বিরোধ নিরসনে আলোচনা হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক সংকট নিয়ে কোনও আলোচনা হয়নি। মঙ্গলবার সৌদি আরব ও কাতারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা কুশনার, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাকারী জ্যাসন গ্রিনব্লাট, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দিনা পাওয়েল জেদ্দাতে সৌদি আরবের যুবজার মোহাম্মেদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এরপর মার্কিন প্রতিনিধি দলটি দোহায় গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের পাশাপাশি উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের উন্নতি এবং নিরাপত্তা ও স্থায়ীত্ব নিয়ে আলোচনা হয়।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানায়, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ও জীবনমানের উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন কাতারের আমির।

উভয় দেশের পক্ষ থেকে চলমান কূটনৈতিক সংকট সমাধানে আলোচনার বিষয় উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে চলতি মাসের শুরুতে মধ্যপ্রাচ্যে প্রতিনিধিদের সফরের ঘোষণা দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিসর, ইসরায়েল ও ফিলিস্তিন সফর করবে।

৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ আরোপ করে। এর ফলে স্থল পথে প্রতিবেশী দেশগুলো থেকে পণ্য আমদানি থেকে বিরত থাকতে হয় কাতারকে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক