X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ আদালতের ‘যুগান্তকারী’ রায়ে চ্যালেঞ্জের মুখে মোদির ‘আধার কার্ড’

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৬:৩৯আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৪:৪১
image

‘আধার কার্ড’ নামে একটি পরিচয়পত্র বাধ্যতামূলক করতে গিয়েই আইনি প্রতিরোধের শিকার হয় নরেন্দ্র মোদি সরকার। প্রত্যেক নাগরিকের জন্য ১২ ডিজিটের নম্বরযুক্ত ওই কার্ড বাধ্যতামূলক করার বিরুদ্ধে বেশ কয়েকটি রিট আবেদন হয়। জারি করা হয় রুল। সেগুলো নিষ্পত্তি করে বৃহস্পতিবার ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয় ভারতের সর্বোচ্চ আদালত। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম আভাস দিয়েছে, সর্বোচ্চ আদালতের যুগান্তকারী এই রায়ের পর ‘আধার কার্ড’ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদির সরকার।
সর্বোচ্চ আদালতের ‘যুগান্তকারী’ রায়ে চ্যালেঞ্জের মুখে মোদির ‘আধার কার্ড’

সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। আধারের কার্ড নিতে গেলে নাগরিকদের চোখের আইরিশের প্রতিচ্ছবি ও আঙ্গুলের ছাপ দিতে হয়, যা তথ্যভাণ্ডারে জমা থাকবে। এছাড়া নাম-ঠিকানা ও আর্থিক লেনদেন থেকে শুরু করে নাগরিকদের ব্যক্তিগত তথ্যভাণ্ডার তৈরির প্রায় যাবতীয় তথ্য সেখানে রক্ষিত থাকবে।

আধার কার্ডের জন্য নাগরিকের ব্যক্তি জীবন প্রকাশ্যে আসবে না বা তার অধিকার খর্ব হবে না বলেই দাবি ছিল নরেন্দ্র মোদির এনডিএ জোট সরকারের। তারা দাবি করে আসছিলো, ব্যক্তিগত গোপনতা নাগরিকের মৌলিক অধিকার নয়। বিপরীতে আধার কার্ড বাতিল চেয়ে করা আবেদনকারীদের ভাষ্য ছিল, এর ব্যবহারে জোর জবরদস্তি গোপনীয়তা ভাঙার শামিল। আধারের তথ্যভাণ্ডারে নিবন্ধন একটি ঐচ্ছিক বিষয় হিসেবে তুলে ধরে এতে তথ্য দেওয়া প্রত্যেক ভারতীয়কেই একটি পরিচিতিপত্র দেওয়ার প্রস্তাব ছিল বলে দাবি তাদের। সর্বোচ্চ আদালতের রায় গেছে তাদেরই পক্ষে।

রায়ে ‌‘ব্যক্তিগত গোপনীয়তা’কে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া বিচারকরা বলছেন, ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে দেওয়া জীবন ধারণ ও ব্যক্তিগত স্বাধীনতার রক্ষার অংশ হিসেবেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে প্রায় সর্ব ক্ষেত্রেই বাধ্যতামূলক করে তুলেছিল। আজকের রায়ের ফলে সেই আধার আইনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠল। এই রায়ের ভিত্তিতে ভবিষ্যতে আধার সংক্রান্ত নিয়মকানুনও নতুন করে বিচার্য হতে চলেছে।

গোপনীয়তার অধিকারের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এই রায়ের ফলে আধার কার্ড এর অচল হয়ে পড়ল কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু বলেনি বলে তিনি জানিয়েছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো মনে করছে, আইডি কার্ডে ব্যক্তিগত গোপন তথ্য লাগে, বিধায় এই রায়ে মোদি সরকারের আধার কার্ড চ্যালেঞ্জের মুখে পড়বে। তারা জানিয়েছে, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে বিচারপতিদের ৫ সদস্যের একটি বেঞ্চ।

সূত্র: হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

/বিএ/

/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী