X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তকারীদের হাতে নতুন ইমেইল

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ২০:০৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:১৪

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে নতুন একটি ইমেইলের খোঁজ পেয়েছেন কংগ্রেসের তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় সহযোগীর ওই মেইলটিতে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে পুতিনের একটি সাক্ষাতের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইমেইলটি পাঠিয়েছেন বর্তমানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ রিক ডিয়ারবর্ন। ২০১৬ সালের জুনে ট্রাম্পের প্রচারণা শিবিরের কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়। এতে তিনি জানান, একজন ব্যক্তি তাদের পুতিনের সঙ্গে যুক্ত করানোর চেষ্টা করছেন।

এদিকে গত দুই সপ্তাহে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। এনবিসি/মারিস্ট-এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায়, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ৪০ শতাংশের নিচে নেমে গেছে ট্রাম্পের জনপ্রিয়তা। এনবিসি/মারিস্ট জরিপ শুরু হয় রবিবার। একদিন আগেই শার্লটসভিলে বর্ণবাদী ও বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ হয়। জরিপে দেখা যায়, মিশিগানের ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে। পেনসিলভেনিয়ায় এই সংখ্যা ৩৪ শতাংশ ও উইসকনসিনে ৩৪ শতাংশ।

উইসকনসিনে ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিশিগানে ৫৫ শতাংশ ও পেনসিলভানিয়ায় ৫৩ শতাংশ। এই তিন অঙ্গরাজ্যের ৬০ শতাংশেরও বেশি ভোটার জানান, ট্রাম্পের কারণে তারা বিব্রত। মিশিগান ও উইসকনসিনের ৬৪ শতাংশ। পেনসিলভানিয়ায় ৬৩ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের ওপর খুশি পেনসিলভানিয়া ও উইসকনসিনের ২৫ শতাংশ ভোটার। মিশিগানে এই সংখ্যা ২৮ শতাংশ।

অর্থনীতি বিষয়ে জানতে চাইলে নাগরিকরা জানান তারা ট্রাম্পের ব্যাপারে সন্তুষ্ট। মিশিগানের ৪২ শতাংশ ভোটার মনে করে ট্রাম্পের কারণে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে। পেনসিলভেনিয়ায় সেটা ৪৫ শতাংশ আর উইসকনসিনে ৪১ শতাংশ। প্রতি ১০ জনের ছয়জনই মনে করেন ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা