X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সেনা হেফাজতে ভারতীয় ধর্মগুরু, দিল্লিসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, কারফিউ, নিহত অন্তত ২৯

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ২২:৫১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৮:৪৩

সেনা হেফাজতে ভারতীয় ধর্মগুরু, দিল্লিসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, কারফিউ, নিহত অন্তত ২৯ ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত বিতর্কিত ভারতীয় ধর্মগুরু রাম রহিমকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার এ মামলার শুনানিকালে আদালত প্রাঙ্গনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারপরও রায় ঘোষণার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা। এমনকি খোদ ভারতের রাজধানী দিল্লিতেও অন্তত নয়টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  ভারতজুড়ে বিভিন্ন স্থানেই যানবাহন ভাঙচুর করা হচ্ছে। রেলওয়ে স্টেশন, থানা এবং সরকারি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। হরিয়ানার পাঁচকুলা, পাঞ্জাবের ভাতিন্ডা, মনসা, মুকতাসর ও ফিরোজপুরে কারফিউ জারি করা হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন। সামগ্রিক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোনে কথা বলেছেন পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং এবং মনোহরলাল খট্টরের সঙ্গে। সহিংসতা মোকাবিলায় পাঞ্জাবে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রাজনাথকে জানিয়েছেন অমরেন্দ্র সিং। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

সেনা হেফাজতে ভারতীয় ধর্মগুরু, দিল্লিসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, কারফিউ, নিহত অন্তত ২৯

দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লির লোনি চকে একটি বাস  জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাব-হরিয়ানায় লাঠি, বাঁশ, ইট-পাথর নিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে রাম রহিম সমর্থকরা। লাঠি চালিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচকুলায় পুলিশ গুলি চালিয়েছে। সেখানে পুলিশের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন।

পাঞ্জাবের দু’টি রেলওয়ে স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছেন রাম রহিমের অনুসারীরা। পাঁচকুলা শহরের কিছু আবাসিক কলোনিতেও ভাঙচুর চালানো হয়েছে। সেখানকার একটি পেট্রল পাম্প ও পাঁচতারকা হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে রাম রহিমের বিক্ষুব্ধ সমর্থকরা।

পাঁচকুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ওই এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাঁচকুলার হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। শহরে রক্তের অভাব দেখা দিয়েছে।

সেনা হেফাজতে ভারতীয় ধর্মগুরু, দিল্লিসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, কারফিউ, নিহত অন্তত ২৯

হেলিকপ্টার নিয়ে হরিয়ানার আকাশে টহল দিচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী। রাজ্যের প্রধান প্রধান শহরে রাস্তার দুই পাশে সেনা মোতায়েন করা হয়েছে। পাঁচকুলায় কারফিউ জারি করেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ডেরা অনুগামীরা। লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও পরিস্থিতি আয়ত্তে আনা যায়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। ডেরা সচ্চা সৌদার সদর দফতর যেখানে, হরিয়ানার সেই সিরসাতেও তাণ্ডব প্রবল আকার নিয়েছে। রাম রহিমের ভক্তদের হাতে সিরসায় আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। তবে শুধু সিরসাতে নয়, পাঁচকুলাতেও সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। মিডিয়ার একাধিক গাড়ি এবং ওবি ভ্যান নষ্ট করে দিয়েছে হামলাকারীরা।

সেনা হেফাজতে ভারতীয় ধর্মগুরু, দিল্লিসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, কারফিউ, নিহত অন্তত ২৯

পাঁচকুলায় থানা এবং বিভিন্ন সরকারি দফতরে রাম রহিমের ভক্তরা আগুন লাগিয়ে দিয়েছে। শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আগুন লাগানো হয়েছে বহু গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৬ প্লাটুন সেনা পাঠানো হয়েছে সেখানে।

পরিস্থিতি উত্তপ্ত পাঞ্জাবেও। ভাতিন্ডা এবং মলোত রেলওয়ে স্টেশনে তাণ্ডবকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়তে পারেন:

কে এই ধর্মগুরু রাম রহিম!

/এমপি/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী