X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুর্বল হচ্ছে হারিকেন হার্ভে, ভারী বর্ষণে বন্যার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৯:১৮

দুর্বল হচ্ছে হারিকেন হার্ভে, ভারী বর্ষণে বন্যার আশঙ্কা এক যুগের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে দিকে ধেয়ে আসা সবচেয়ে শক্তিশালী হারিকেন হার্ভে টেক্সাসে আঘাত হেনেছে। হারিকেনটির সঙ্গে  ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির ধমকা হাওয়া বইছে টেক্সাসের কয়েকটি এলাকায়। হারিকেনটি ধীরে ধীরে দুর্বল হলেও ভারী বর্ষণ ও শক্তিশালী ধমকা হাওয়া থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাসে আঘাত হানার পর হারিকেন হার্ভে দুর্বল হয়ে পড়েছে। ক্যাটাগরি চার থেকে ক্যাটাগরি দুই ঘূর্ণিঝড়ে নেমে এসেছে হার্ভে। হার্ভের আঘাতের পর টেক্সাসের একটি এলাকায় ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অনেক ধসে পড়া ভবনে স্থানীয় বাসিন্দারা আটকা পড়তে পারেন আশঙ্কা করা হয়েছে। কয়েক হাজার বাসার দুই লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

দুর্গত এলাকায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবার প্রশংসা করেছেন। এক টুইটে ট্রাম্প লিখেছেন, আপনারা দারুণ কাজ করছে। বিশ্ব তাকিয়ে দেখছে। নিরাপদ থাকুন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হতে পারে। কর্পাস ক্রিস্টিতে প্রথম আঘাত হানে হার্ভে। এর কয়েক ঘণ্টা পর রকপোর্ট শহর আক্রান্ত হয়।

রকপোর্ট শহরের জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি স্কুল, একটি হোটেল, বয়স্কদের একটি হাউজিং কমপ্লেক্স ও অপর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্বল হচ্ছে হারিকেন হার্ভে, ভারী বর্ষণে বন্যার আশঙ্কা

হারিকেন হার্ভে স্থানীয় সময় রাত ১০টার দিকে কর্পাস ক্রিস্টিতে আঘাত হানে। এসময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল। হার্ভের প্রভাবে গাছ ভেঙে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিদ্যুৎ সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রকপোর্টে আঘাতের সময় হার্ভে কিছু মাত্রায় দুর্বল হয়ে পড়ে। এসময় হারিকেনটির গতি ছিল ঘন্টায় ১২৫ মাইল।

রকপোর্টের সেচ্ছাসেবক ফায়ার সার্ভিসের প্রধান স্টিভ সিমস জানান, আমরা আটকা পড়ে আছি। কোথাও যেতে পারছি। অনেক কিছুই শুনছি। কিছুই আমরা নিশ্চিত করতে পারছি না কারণ আমরা তা সচক্ষে দেখিনি। জানি অনেক সমস্যায় পড়তে হবে কিন্তু সেগুলো কী তা জানি না।

দুর্বল হচ্ছে হারিকেন হার্ভে, ভারী বর্ষণে বন্যার আশঙ্কা

রকপোর্ট শহরের মেয়র পেট্রিক রিওস জানান, বয়স্কদের জন্য নির্মিত ভবনে অনেকেই আটকা পড়তে পারেন। কারণ সেখানকার ছাদ ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছে না।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টায় ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি দুর্বল হয়ে পড়ছে। এর গতি নেমে এসেছে ঘণ্টায় ৯০ কিলোমিটারে। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা