X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের হুমকির মোকাবিলায় ভেনেজুয়েলায় মহড়া, বেসামরিকদেরও যোগ দেওয়ার আহ্বান

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৫:০৩আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:০৭
image

 

 

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর ভেনেজুয়েলা সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনকি তাদের বেসামরিকদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে তারা। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ট্রাম্পের হুমকির মোকাবিলায় ভেনেজুয়েলায় মহড়া, বেসামরিকদেরও যোগ দেওয়ার আহ্বান

প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে এমন হুমকি দেন ট্রাম্প। আর শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। সেই অনুযায়ী ভেনেজুয়েলার সাথে ব্যবসা-বাণিজ্যের কিছু ক্ষেত্রে এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির বন্ড কেনায় নিষেধাজ্ঞা জারি থাকবে।  

শনিবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলা হয়, ‘১৮ থেকে ৬০ বছর পর্যন্ত সবাইকেই দেশরক্ষায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে।’ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে নিজের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করছে মাদুরো। সামাজিক মাধ্যমে একটি হ্যাশট্যাগও চালু করেছেন তিনি। #ইটস টাইম টু ডিফেন্ড দ্য হোমল্যান্ড নামে এই হ্যাশট্যাগে রাইফেল হাতে বেসামরিকদের ছবি দেওয়া হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা যাচ্ছে, তরুণ ও বৃদ্ধরাও সামরিক রিজার্ভ কেন্দ্রে প্রবেশ করছে। রবিবারও প্রশিক্ষণ নেবেন বেসামরিকরা।

দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক কাপরিলেস অবশ্য এই কার্যক্রমের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব কাজে ব্যয় না বাড়িয়ে মাদুরোর উচিত অপরাধ দমনে মনোযোগ দেওয়া।

গত মাসেই মাদুরোর ইচ্ছানুযায়ী সংবিধান সংশোধনী পাশ হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মাদুরোর দাবি, সরকারবিরোধী বিক্ষোভ থামিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সংশোধনীই একমাত্রে পথ ছিলো।

কিন্তু সেই নির্বাচন বয়কট করে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ এটা গণতন্ত্র পরিপন্থী। আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন তিনি।

মাদুরো বলেছিলেন, মার্কিন ‘সাম্রাজ্য’ ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করবে এবং আগ্রাসন চালিয়ে তেল লুট করবে। ট্রাম্পের ঘোষণার আগে মাদুরোর এমন দাবিকে কেন্দ্র করে হাসাহাসি করেছিলেন বিরোধীপক্ষরা ও মার্কিন কর্মকর্তারা। কিন্তু ১১ আগস্ট ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

/এমএইচ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!