X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাম রহিমের কারাদণ্ড ১০ নয়, ২০ বছর

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৭, ২০:১৩আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৭:৪৬

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলায় ২০ বছর কারাদণ্ডের সাজা দিয়েছেন বিশেষ সিবিআই আদালত। রাম রহিমের আইনজীবী এস.কে.  গর্গ নারওয়ানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ধর্ষণ মামলায় আদালত ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিলেন বলে ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল।

রাম রহিমের কারাদণ্ড ১০ নয়, ২০ বছর

সোমবার রোহতক কারাগারে অস্থায়ী আদালতে সিবিআই বিচারক জগদীপ সিং এই রায় ঘোষণা করেন। রায়ে দুটি ধর্ষণ মামলায় প্রতিটির জন্য দশ বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এর আগে শুক্রবার আদালত রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন।

রাম রহিমের আইনজীবী এস. কে. গর্গ নারওয়ানা জানান, ২০০২ সালের দুটি ধর্ষণ মামলায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। এই কারাদণ্ড ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। ফলে তাকে বিশ বছর কারাগারে থাকতে হবে।

আইনজীবী আরও জানান, বিচারক দুটি মামলায় ১৫ লাখ রুপি করে জরিমানা করেছেন। এর মধ্যে ১৪ লাখ করে পাবেন নির্যাতনের শিকার দুই নারী।

সিবিআইএ-র মুখপাত্র অভিষেক দয়ালও ২০ বছর কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই মামলার সাজা পরপর ভোগ করতে হবে।

ভারতের স্থানীয় সময় দুপুর পৌনে দুটো নাগাদ জেলে প্রবেশ করেন দু’পক্ষের আইনজীবীরা। আড়াইটা বাজার কিছু সময় আগে রোহতকে পৌঁছান বিচারপতি। বেলা আড়াইটার কিছু সময় পর থেকে শুরু হয় শুনানি। শুনানির সময় নিজ নিজ বক্তব্য উপস্থাপনের জন্য দুই পক্ষকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়। যুক্তি তর্ক শেষ হওয়ার পর বিচারপতি সবাইকে নীরবতা পালন করতে বলেন। এরপর সাজা ঘোষণা করেন জগদীপ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এর প্রতিবেদনে বলা হয়, সোমবার যুক্তি তর্ক উপস্থাপনের সময় সিবিআই এর আইনজীবী দাবি করেন, রাম রহিম এর ধর্ষণের শিকার হয়েছেন এমন আরও ৪৫ জন নারী রয়েছেন। কিন্তু তারা সামনে আসতে পারেননি। তাদেরকে তিন বছর ধরে ধর্ষণ করা হয়েছে। রাম রহিমকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন জানান তারা। আর বিবাদী পক্ষের আইনজীবী দাবি করেন, রাম রহিম একজন সমাজকর্মী, তিনি সমাজ ও নারীদের কল্যাণে কাজ করেন। রাম রহিমকে কম সাজা দেওয়ার জন্য আবেদন করেন বিবাদী পক্ষের আইনজীবী। আদালতে শুনানি চলার সময় কান্নায় ভেঙে পড়েন রাম রহিম। ক্ষমা ভিক্ষা চান তিনি। সূত্র: দ্য হিন্দু।

 

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ