X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিভিআইপি থেকে 'কয়েদি নম্বর ১৯৯৭'

আরশাদ আলী
২৮ আগস্ট ২০১৭, ২১:৩২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০০:৪১

ক'দিন আগেই রাষ্ট্রের কাছে ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। আজ একই সেই ভারতে তিনি আর  যেন কোনও নামধারীই নন। ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড পাওয়ার পর, রাম রহিম এখন কেবলই এক কয়েদি নম্বর।  স্বঘোষিত ও্‌ই ধর্মগুরুর পরিচয় এখন 'কয়েদি  নম্বর ১৯৯৭'।,

ভিভিআইপি থেকে 'কয়েদি নম্বর ১৯৯৭'

 

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দুই ধর্ষণ মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সোমবার রোহতক কারাগারে অস্থায়ী আদালতে এই রায় ঘোষণার পর রাম রহিমের স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে নেওয়ার সময় তাকে কয়েদির পোশাক পরানো হয়েছে। রোহতাক কারাগারের ১৯৯৭ নম্বর কয়েদি এখন রাম রহিম।

বিচার চলাকালে নিজেকে নির্দোষ দাবি করলেও রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চেয়েছেন তিনি।  ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে,  যখন সাজা ঘোষণা করা হচ্ছিল তখন স্বঘোষিত এ ধর্মগুরু কান্নায় ভেঙে পড়েন। সাজা মওকুফের জন্য বিচারপতির কাছে করজোড়ে আবেদন জানান তিনি। 

আদালতে উপস্থিত ছিলেন এমন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন খবরটি জানিয়েছে। তবে আদালতে রাম রহিমের এমন আচরণকে নাটক হিসেবে উল্লেখ করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। বলা হয়, আদালত কক্ষে সাজা ঘোষণা প্রক্রিয়া শুরু হতেই তিনি রীতিমতো নাটক শুরু করে দেন বলে খবর পাওয়া গেছে। চেয়ারে না বসে মাটিতে বসে চোখে পানি এনে সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে থাকেন, যাতে সাজার মাত্রা কম হয়।

এর আগে শুক্রবার ২০০২ সালে দায়ের করা দুটি ধর্ষণ মামলায় দোষীয় সাব্যস্ত করা হয় রাম রহিমকে। ওই দিনই তার ভক্তরা ব্যাপক সহিংস তাণ্ডব চালায়। নিহত হন ৩৮ জন মানুষ। শুক্রবার পাঁচকুলা আদালত থেকে তাকে হেলিকপ্টারে করে রোহতক কারাগারে আনা হয়। নেওয়া হয় রোহতকে পুলিশ কর্মকর্তাদের একটি রেস্ট হাউসে। সঙ্গে তার পালিতা কন্যা হানিপ্রিতও ছিলেন। ‘গুরুর’ সঙ্গে ব্যাগ ও স্যুটকেস নিয়ে আসারও অনুমতি দেওয়া হয়। রাখা হয় একটি বিশেষ সেলে। অভিযোগ ওঠে সেখানে তাকে বোতলজাত পানি সরবরাহ করা হচ্ছে এবং একজন সহকারীও রাখা হয়েছে তার জন্য। এ নিয়ে তুমুল সমালোচনা হয় ভারতের সংবাদমাধ্যমে।

তবে কারা কর্মকর্তারা দাবি করেছিলেন, শুক্রবার সাড়ে তিনটার দিকে রাম রহিম সুনারিয়া জেলে পৌঁছান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর পরই তাকে সেলে পাঠিয়ে দেওয়া হয়। কারা পুলিশের মহাপরিচালক কেপি সিং শনিবার জানিয়েছিলেন, রাম রহিম অন্য সাধারণ কারাবন্দিদের মতো মেঝেতে ঘুমিয়েছেন।

জেল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানিয়েছিল, নিদ্রাহীন রাত কেটেছে বিতর্কিত এ গুরুর। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়েছেন তিনি।

রাম রহিম নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত ও বিতর্কিত ছিলেন। চামড়া ও রাইনস্টোন রাম রহিমের খুব প্রিয়। তার পোশাক-আশাকে এই দুটো জিনিস প্রায়ই দেখা যায়। ধর্মীয় গুরু ছাড়াও রাম রহিম একজন গায়ক। অভিনেতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি এমএসজি: দ্য মেসেঞ্জার, এমএসজি২ দ্য মেসেঞ্জার, এমএসজি: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট নামে তিনটি ছবিতে অভিনয় করেন। সূত্র: নিউজএইটিন, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!