X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাম রহিমের পর হরিয়ানার ধর্মগুরু রামপালের বিরুদ্ধে রায় আজ

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৭

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের রায় নিয়ে ভারতের হারিয়ানায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থার মধ্যেই মঙ্গলবার হরিয়ানার আরেক স্বঘোষিত ধর্মগুরু সত্গুরু রামপালজি মহারাজের বিরুদ্ধে হত্যা মামলায় রায় দেবে আদালত।  ফলে হরিয়ানার সিরসার পর এবার রামপালকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনায় হিসার।

রাম রহিমের পর হরিয়ানার ধর্মগুরু রামপালের বিরুদ্ধে রায় আজ

২০১৪ সালে ব্যাপক বাধার মুখে রামপালকে হিসারের আশ্রম থেকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার ধর্ষণের অভিযোগে ২০ বছর কারাদণ্ডের সাজা পাওয়া রাম রহিমের মতো না হলেও কম বিতর্কিত নন রামপাল। হিসারের কাছেই ১২ একর জুড়ে রয়েছে তার সৎলোক আশ্রম।

২০১৪ সালের ১৮ নভেম্বর রামপালের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালে রামপালের নির্দেশে তার ভক্তরা স্থানীয় এক গ্রামের বাসিন্দাদের উপর চড়াও হন।  হামলায় এক ব্যক্তি নিহত হন। আহত হন ছয় জন। 

২০১৪ সালে  অভিযুক্ত রামপালকে গ্রেফতার করতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়ে হরিয়ানা পুলিশকে। গ্রেফতার ঠেকাতে আশ্রমের বাইরে গোটা এক দিন মানববন্ধন গড়ে তুলেছিলেন রামপালের ভক্তরা। শেষ পর্যন্ত জলকামান ব্যবহার করে ভক্তদের সরানোর চেষ্টা করে পুলিশ। তাতেও ভক্তরা থেমে থাকেননি। পাথর-লাঠি-বন্দুক নিয়ে পুলিশের উপর চড়াও হন তারা। সংঘর্ষ থামলে রামপালের আশ্রমে ঢোকে পুলিশ। আশ্রমের ভিতর থেকে চার জন মহিলার দেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, ওই মৃতদেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এমনকী, আশ্রম থেকে উদ্ধারকাজের সময়ও মারা যাননি তারা। আশ্রমের ভেতরে থেকে প্রায় ১০ হাজার জনকে উদ্ধার করে পুলিশ। তাদের জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল।

২০০৬ সালের ওই খুনের মামলাটির রায় ঘোষণা করা হবে আজ। রায় নিয়ে ফের উত্তেজনায় ফুটছে হিসার। ওই মামলা ছাড়াও রামপালের বিরুদ্ধে দেশদ্রোহিতা, খুন-সহ নিজের আশ্রমে জোর করে অনেককে আটকে রাখার মতো অভিযোগ রয়েছে।

শুক্রবারই ২০০২ সালে দায়ের করা দুটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করার পর  রাম রহিমের ভক্তরা ব্যাপক সহিংস তাণ্ডব চালায়। নিহত হন ৩৮ জন মানুষ। আহত হন কয়েকশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!