X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ভারতীয় সেনাদের শক্তিশালী উপস্থিতির কারণে হার মেনেছে চীন’

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৭, ১৭:০১আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৭:০২

সীমান্তে নিয়ে চীন ও ভারতের মুখোমুখি অবস্থান ও সংকট সমাধানের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, চীনা বাহিনীকে মোকাবিলায় ভারতীয় সেনাদের শক্তিশালী উপস্থিতির কারণেই হার মেনেছে চীন। ভারতের দৃঢ় অবস্থানের কারণেই চীন সমঝোতায় এসেছে। তবে চীন দাবি করেছে, আবহাওয়াগত কারণেই তারা সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে।

‘ভারতীয় সেনাদের শক্তিশালী উপস্থিতির কারণে হার মেনেছে চীন’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিকিমে চীনের চেয়ে ভারতীয় সেনাদের দ্রুত ও তাড়াতাড়ি পৌঁছানোর সুযোগ ছিল।  তবে মঙ্গলবার ডোকলাম প্ল্যাতো থেকে সেনা সরিয়ে নেয় দুই দেশ। এই স্থানটি নিয়ে চীন ও ভুটানের বিরোধ চলে আসছে।

দীর্ঘদিন পর ডোকলাম সীমান্তে চীনের সড়ক নির্মাণ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সীমান্তের ওই অংশটি ভারতের ঘনিষ্ঠ মিত্র ভুটান নিজের বলে দাবি করে। ভুটানের দাবির পক্ষে চীনা সেনাদের মুখোমুখি অবস্থান নেয় ভারত। গত ১৬ জুন থেকে ডোকলাম সীমান্তে মুখোমুখি ছিল দুই দেশের সেনাবাহিনী। অন্তত ৩০০ সেনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিতর্কিত ওই সীমান্তে। বারবার যুদ্ধের হুমকিও দিতে শুরু করেছিল চীন। শেষ পর্যন্ত মঙ্গলবার সরে আসে দুই দেশ।

চীন প্রতিদিনই ভারতকে সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছে। সীমান্ত বিরোধী নিয়ে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধও হয়েছিল।

উত্তেজনার প্রধান কারণ ছিল,  ডোকলামে একটি রাস্তা তৈরি করতে চায় চীন। কিন্তু অঞ্চলটি ভুটান ও চীনের মধ্যকার একটি বিরোধপূর্ণ এলাকা। এলাকাটির মালিকানা দাবি করে আসছে  চীন ও ভুটান উভয় দেশই। এক্ষেত্রে ভারতের অবস্থান ভুটানের পক্ষে। ভারত মনে করে, চীন যদি এ রাস্তাটি তৈরি করে তাহলে কৌশলগতভাবে তারা পিছিয়ে পড়বে। এ রাস্তাটির মাধ্যমে চীন এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেটি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য হুমকি তৈরি করতে পারে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা হার মানতে রাজি ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফিট উপরে ডোকলামে কৌশলগত দিক থেকে সুবিধাজনক অবস্থায় ছিল ভারতীয় সেনা। সেনাপ্রধান বিপিন রাওয়াত খুবই আত্মবিশ্বাসী ছিলেন। তাদের দাবি, এর ফলেই কূটনৈতিক সমাধানে যেতে বাধ্য হয়েছে চীন।

চীন এই রাস্তা তৈরির পরিকল্পনা থেকে সরে এসেছে কিনা জানতে চাইলে সরকারের এক মুখপাত্র জানান, ‘আমরা আবহাওয়াসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখব। নির্মাণের ক্ষেত্রে বেশকিছু বিষয় মাথায় রাখব আমরা।’  তিনি জানান, চীনা সৈন্যরা ওই স্থানে তাদের টহল অব্যাহত রেখেছেন।

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা