X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৩

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রুশবিরোধী পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র অনিষ্টকর যেসব পদক্ষেপ নিচ্ছে তার কঠোর জবাব দেবে মস্কো।
রাশিয়া-যুক্তরাষ্ট্র  

৩১ আগস্ট বৃহস্পতিবার  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন ও নিউ ইয়র্কের রুশ কনস্যুলেটের আরও দুটি ভবন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। গত মাসে মস্কো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেওয়ার পর এই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের মধ্যেই ওয়াশিংটন ও নিউ ইয়র্ক কনস্যুলেটের অতিরিক্ত ভবন দুটি বন্ধ করতে হবে। 

রুশ শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণের ল্যাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেট এবং অ্যানেক্সভবন গুলো গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছে। এর জবাবে এখন রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলেও আভাস দিয়েছেন ল্যাভরভ। 

ওয়াশিংটন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে প্রায় সাড়ে ৭০০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ৪৫৫ জন কূটনীতিক রয়েছেন। কাজেই রাশিয়ায়ও ৪৫৫ জনের বেশি মার্কিন কূটনীতিক থাকতে পারবেন না। এরপর  রুশ নাগরিকদের ভিসা কার্যক্রম স্থগিত করে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়,  রাশিয়ায় মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমাতে মস্কোর নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে । একই সঙ্গে রাশিয়ার সঙ্গে এই বিরোধের অবসান কামনা করা হয়।

 

/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়