X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওবামার ‘ডিএসিএ’ অভিবাসী নীতি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭
image

শৈশবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের কাজের অনুমতি দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত কর্মসূচিটি বাতিল করার সিদ্ধান্তে অনড় রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তটি বাস্তবায়নের সময় ছয় মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকল্প আইন খুঁজতে কংগ্রেসকে এ ছয় মাস সময় দিতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের ব্যাপারে জানাশোনা রয়েছে এমন দুই সূত্রকে উদ্ধৃত করে রবিবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ডিএসিএ অভিবাসী নীথি বজায় রাখার আহ্বান
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ট্রাম্প এ ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। অবশ্য, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যদের কেউ কেউ তার এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। অনেক মার্কিনিও চান না, যুক্তরাষ্ট্রে একটা বড় সময় পার করে দেওয়া এইসব মানুষদেরকে বিতাড়িত করা হোক।

ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) কর্মসূচিটি চালু করেছিল বারাক ওবামার প্রশাসন। এ নীতির আওতায় ‘ড্রিমারস’ নামে পরিচিত প্রায় ৮ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো থেকে বিরত থাকা হয়েছিল এবং তাদেরকে বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। ড্রিমারস হলো যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর একটা অংশ। এরা ছোটবেলায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে এসেছেন এবং বড় হয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পেয়েছেন।

ড্রিমারসদের বেশিরভাগই হিস্পানিক। তাদের বেশিরভাগই এসেছেন মেক্সিকো ও ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলো থেকে। ২ লাখেরও বেশি ড্রিমারস ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন, ১ লাখ বসবাস করছেন টেক্সাসে। নিউ ইয়র্ক, ইলিনয় এবং ফ্লোরিডায়ও বিপুল সংখ্যক ড্রিমারস এর বসবাস। নির্বাচনি প্রচারণার সময় ড্রিমারসদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান তিনি। তবে অনেক মার্কিনি এখন তার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এরমধ্যে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও রয়েছেন। টিম কুক টুইটারে জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের ২৫০ কর্মী ড্রিমারস এবং তিনি তাদের পাশে আছেন।

হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার পল রায়ানও ট্রাম্পকে ‘ডিএসিএ’ অভিবাসী নীতি বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটর অরিন হ্যাচ, কিউবান আমেরিকান রিপাবলিকান ইলেনা রস-লেহতিনেনও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা