X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের হাসপাতালে আবারও ৪৯ শিশুর মৃত্যু, নেপথ্যে ‘অক্সিজেনের অভাব’

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭
image

ভারতের এক হাসপাতালে আবারও ৪৯ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের ফারুখাবাদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে অক্সিজেনের অভাবে এসব মৃত্যু হয়েছে বলে দেশের সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে। কয়েক সপ্তাহ আগে একই রাজ্যের গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬০ শিশুর মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনে মৃত্যুর কথা অস্বীকার করছে। এ ঘটনায় হাসপাতল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

ভারতের হাসপাতালে আবারও ৪৯ শিশুর মৃত্যু, নেপথ্যে ‘অক্সিজেনের অভাব’



ওয়ান ইন্ডিয়া বলছে, ২১ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে হাসপাতালের এসএনসিইউ ইউনিটে ২১১টি শিশু ভর্তি হয়। তার মধ্যে মারা যায় ৩০ জন। অন্যদিকে, ওই সময়ে হাসপাতালে জন্ম নেওয়া ৪৬১ সদ্যোজাতের মধ্যে মৃত্যু হয় ১৯ জনের। হাসপাতালের চিফ মেডিক্যাল সুপার অখিলেশ আগরওয়ালের দাবি, এসএনসিইউ-এ মৃত ৩০টি শিশুর মধ্যে ২৪ টি শিশুর জন্ম হয়েছিল প্রাইভেট হাসপাতালে। তাঁদের যখন সরকারি হাসপাতালে আনা হয়, সবারই অবস্থা খুব খারাপ ছিল।
মুখ্যমন্ত্রী ইয়োগি অদিত্যনাথের অফিস এই বিষয়ে এগিয়ে এসেছে এবং তদন্তের আহ্বান জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর অভিযোগ গোরাখপুরের মতো এখানেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। তবে উত্তর প্রদেশের স্বাস্থ্য বিষয়ক সচিব প্রশান্ত ত্রিবেদি দাবি করেন, ‘এখানে অক্সিজেন কোনও বিষয় না। বিষয়টি খুবই স্পর্শকাতর। কিন্তু অক্সিজেনের ব্যাপারটিই এখন মুখে মুখে।’
আরেকজন কর্মকর্তা আওয়ানিশ আওয়াস্তি দাবি করেন, ‘অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি। বিষয়টি না বুঝে এভাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না।’
হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা উমা কান্ত পান্ডে, মেডিকেল সুপারিডেন্টেড অখিলেশ আগাওয়াল ও আরেকজন ডাক্তার কৈলাশ কুমারকে বরখাস্ত করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমারের তদন্তে অক্সিজেনের অভাবের কথা উঠে আসায় তাদের বরখাস্ত করা হলো কিনা; এমন প্রশ্নের জবাবে দুই ঘটনার মধ্যে সংযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, রবীন্দ্র কুমার ফোনের মাধ্যমে তদন্ত করেছেন যা কোনওভাবেই ম্যাজেস্টেরিয়াল নীতিমালায় যায় না।
রাজ্য সরকার এখন আরেকজন সরকারি কর্মকর্তাকে এটা তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, রবীন্দ্র কুমারের অভিযোগেই প্রথম শিশু মৃত্যুর কথা বলা হয়। তিনিই জানান, অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে শিশুদের। তার প্রতিবেদনে বলা হয়েছিলো, ‘পেরিনাটাল অ্যাসপেশিয়া নামক জটিলতার কারণে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। সদ্যজাতরা ঠিকমতো শ্বাস নিতে না পারছিলো না। তাদের বাবা-মাকে জানানো হয়েছিলো সময়মতো অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছিলো না শিশুদের। অক্সিজেনের অভাবেই মারা যায় শিশুরা।’

/এমএইচ/বিএ
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি