X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

'ঘাস খেয়ে বাঁচতে হলেও পরমাণু সক্ষমতা বৃদ্ধি করবে উ. কোরিয়া'

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭

ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া ইস্যুতে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পিয়ংইয়ং-এর ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো অর্থহীন। কারণ এভাবে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবে না। তারা ঘাস খেয়ে বাঁচবে তবু এ কর্মসূচি বাতিল করবে না। কূটনীতি ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। বাড়তি নিষেধাজ্ঞা বরং লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে। মঙ্গলবার চীনের শিয়ামেনে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট এমন এক সময়ে এসব কথা বললেন যখন সোমবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব তুলবে বলে ধারণা করা হচ্ছে।

ভ্লাদিমির পুতিন বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সরকারের ক্ষমতায় টিকে থাকার অস্ত্র হিসেবে পারমাণবিক অস্ত্রের উন্নয়নকে বেছে নিয়েছেন। সাদ্দাম হোসেনের পতনের পর যুদ্ধবিধ্বস্ত ইরাকে পশ্চিমা হস্তক্ষেপ কিভাবে দেশটিকে ধ্বংস করে দিয়েছে, সেটা তিনি প্রত্যক্ষ করেছেন। একই পরিণতি ভোগ না করার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

রুশ প্রেসিডেন্ট বলেন, সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র উৎপাদনের বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন। তার পতন হয়েছে এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেনের ফাঁসির মাধ্যমে এই দেশটিকে শেষ করে দেওয়া হয়েছিল। এটা সবারই জানা কথা। উত্তর কোরিয়াতেও এ বিষয়টি সবার জানা আছে।

পুতিন বলেন, উত্তর কোরিয়ার সংকটকে কেন্দ্র করে যে 'যুদ্ধের উন্মাদনা' শুরু হয়েছে তা পুরো দুনিয়ার জন্য ধ্বংসযজ্ঞ ডেকে আনবে।  

রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া তখনই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে, যখন তারা নিজেদের 'নিরাপদ' মনে করবে। সেই নিরাপত্তাবোধ আসবে কিভাবে? একমাত্র আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করেই সেটা সম্ভব।

যুক্তরাষ্ট্র অবশ্য উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আগ্রহী। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি বলেন, বাড়তি নিষেধাজ্ঞা দিয়েই কূটনৈতিক পথে উত্তর কোরিয়াকে ফেরানো সম্ভব। তাদের ওপর পুরোমাত্রার জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

চীন ও রাশিয়া অবশ্য সরাসরি যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা নাকচ করে দিয়েছে। বরং আলাপ-আলোচনার মাধ্যমেই সংকট নিরসনের ব্যাপারে আগ্রহী নিরাপত্তা পরিষদের এই দুই স্থায়ী সদস্য দেশ। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা