X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'বিবেকের ডাকে সাড়া দিয়ে' পদত্যাগ করলেন এক কাশ্মিরি পুলিশ

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৫
image

প্রতিদিনই রক্তপাত ঘটছে জম্মু-কাশ্মিরে। চলছে, স্বাধীনতার দাবিতে আন্দোলনরতদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন। নির্বিচারে চালানো হচ্ছে গুলি। তাতে কেউ নিহত হচ্ছেন, কেউ আবার আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। কাশ্মিরে রক্তপাত দেখতে দেখতে কার্যত বিপর্যস্ত সেখানকার মানুষ। আইনের পোশাক পরে দায়িত্ব পালনে বাধ্য হলেও শেষ পর্যন্ত কাশ্মিরের জনগণের অসহায়ত্ব সহ্য করতে পারেননি ভারতীয় পুলিশের এক কনস্টেবল। ‘বিবেকতাড়িত’ হয়ে শেষ পর্যন্ত চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সেইসঙ্গে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তার পদত্যাগের কারণ। এরইমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি আরও জানায়, পুলিশ ওই ভিডিওর সত্যতা পরীক্ষা করছে।

রইস
নিজেকে রইস হিসেবে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি। ভিডিওতে ওই কনস্টেবল বলেন, ‘আমি পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেছি যেন পুলিশ সদস্য হিসেবে আমি ভুল নাকি ঠিক তা নিয়ে বিবেক আমাকে সারাক্ষণ প্রশ্নবিদ্ধ না করতে পারে। প্রতিনিয়ত এখানকার রক্তপাত না দেখতে হয়। এতোদিন আমার কোনও জবাব ছিল না। তবে এখন আমি এ ইস্যুতে একটি সমাধানে এসেছি। আমার নিজের ইস্যু এটি। আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি থেকে ইস্তফা দেব এবং এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পদত্যাগের কথা জানাচ্ছি।’

রইস তার ভিডিওতে বলেন, দীর্ঘ সাত বছর তিনি পুলিশে চাকরি করছেন। এখানে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রতিজ্ঞা করেন জনসেবা করার। তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার। কিন্তু উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতিতে কার্যত সেখানে ঝড় উঠেছে। তিনি বলেন, ‘প্রতিদিন কাশ্মিরিরা নিহত হচ্ছে, কেউ চোখ হারাচ্ছে, কাউকে জেলে পাঠানো হচ্ছে, কেউ আবার গৃহবন্দি হচ্ছে।’

রইসের দাবি, কাশ্মিরের প্রতিদিনের রক্তপাত দেখে তার বিবেকের মৃত্যু হচ্ছে। তিনি কিছুই করতে পারছেন না, তাই তিনি পুলিশবাহিনী থেকে ইস্তফা দিয়েছেন। রইস জানান, তিনি সব কিছু সহ্য করতে পারেন কিন্তু বিবেককে শেষ হয়ে যেতে দিতে চান না। তিনি বলেন, ‘যেখানে আমার জিহাদের প্রশ্ন, সেক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করে যাব। আমি এক দরিদ্র পরিবারের সন্তান, আমার বাবা একজন শ্রমিক। পরিবারের দেখাশোনা করার জন্য আমি কঠোর পরিশ্রম করব, কিন্তু আমার বিবেককে মরে যেতে দেখতে পারব না। আমি যেকোনও কিছু সহ্য করতে পারি কিন্তু বিবেককে এড়াতে পারি না।’
তার দাবি, পুরো সমস্যার কারণ, কাশ্মিরে গণভোটের অঙ্গীকার পূরণ হয়নি। তারপরই রইস বলেন, পাকিস্তানকে তিনি ভালবাসেন না আবার ভারতকে তিনি ঘৃণা করেন না। কিন্তু তিনি ভালবাসেন শুধু কাশ্মিরকে। তার দাবি, প্রতিদিনের এই লড়াইয়ে ক্ষতি কাশ্মিরেরই হচ্ছে।

 

 

/এফইউ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা