X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নাগরিকত্বের প্রমাণ ছাড়া কাউকে ফিরিয়ে নেবে না মিয়ানমার

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৪
image

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থং তুন বলেছেন, নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে কাউকে ফিরিয়ে নেবে না মিয়ানমার। এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা বৈধ কাগজপত্রহীন প্রায় দেড় লাখ রোহিঙ্গার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। কেননা মিয়ানমার কখনও তাদের নাগরিকত্ব দেয়নি। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র নেই।

  বাংলাদেশে পালিয়ে আসা বিপন্ন রোহিঙ্গা পরিবার

দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক তিক্ততা চলে আসছে রাখাইন বৌদ্ধ ও রাজ্যটিতে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের মধ্যে। ১৯৮২ সালের বিতর্কিত বর্ণবাদী নাগরিকত্ব আইনে দেশটির প্রায় এক মিলিয়ন রোহিঙ্গার নাগরিকত্ব স্বীকার করা হয়নি। এতে মিয়ানমারে বসবাসকারীদেরCitizen, Associate এবং Naturalized  পর্যায়ে ভাগ করা হয়েছে। এমনকি দেশটির সরকার তাদের প্রাচীন নৃগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেয়নি। ১৮২৩ সালের পরে আগতদের Associate আর ১৯৮২ সালে নতুনভাবে দরখাস্তকারীদের Naturalized  বলে আখ্যা দেওয়া হয়। ওই আইনের ৪ নম্বর প্রভিশনে আরো শর্ত দেয়া হয়, কোনো জাতিগোষ্ঠী রাষ্ট্রের নাগরিক কি না, তা নির্ধারণ করবে আইন-আদালত নয়; সরকারের নীতি-নির্ধারণী সংস্থা ‘কাউন্সিল অব স্টেট’। এ আইনের কারণে রোহিঙ্গারা ভাসমান জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মিয়ানমার টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র কার্যালয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থং তুন মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার ইঙ্গিত দেন। সরাসরি রোহিঙ্গাদের প্রসঙ্গ উল্লেখ না করে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া নাগরিকরা কত বছর মিয়ানমারের ছিল সে প্রমাণ তাদেরকে দিতে হবে। যদি সেই প্রমাণ সত্যি হয় তবে তারা ফিরে আসতে পারে। কিন্তু তারা যদি মিয়ানমারের নাগরিক না হয় তবে তা সম্ভব হবে না।’ 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে ১২ দিন আগে শুরু সহিংসতায় এরইমধ্যে পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কাজ করা জাতিসংঘ কর্মীরা। তবে এই সংখ্যাটি নিশ্চিত কোনও পরিসংখ্যান নয়। এক পর্যায়ে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অঞ্চলের প্রধান দীপন ভট্টাচার্য। এতে ভয়াবহ খাদ্য সংকট হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে রাখাইন রাজ্যে সেনা মোতায়েন শুরুর কয়েকদিনের মাথায় ২৪ আগস্ট ২৪টি পুলিশ চেকপোস্টে ‘বিদ্রোহী রোহিঙ্গা'দের  সমন্বিত হামলা এবং রাতভর সংঘর্ষে বিদ্রোহী-পুলিশ-সেনাসদস্য মিলে অন্তত ১০৪ জন নিহত হয়েছে বলে জানায় সেনাসূত্র। হামলার পর থেকে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে ১২ দিন আগে শুরু সহিংসতায় এরইমধ্যে পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কাজ করা জাতিসংঘ কর্মীরা। এক পর্যায়ে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ অঞ্চলের প্রধান দীপন ভট্টাচার্য।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
সর্বশেষ খবর
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির