X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকে ‘মুসলিম হত্যার আহ্বানকারী’ ব্রিটিশ তরুণের কারাদণ্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪
image

গত মে মাসে ম্যানচেস্টার অ্যারেনার কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর ফেসবুকে এক মুসলিমবিদ্বেষী আহ্বান জানিয়েছিল ২২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক। কিগান জাকোভলেভস নামের ওই তরুণ লিখেছিল, ‘চলো, প্রত্যেকটা মুসলিমকে হত্যা করি’। এ ঘটনার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ওই তরুণকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। যুক্তরাজ্যের পাবলিক অর্ডার অ্যাক্ট ১৯৮৬ এর আওতায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ওয়েলসের মোল্ড ক্রাউন কোর্ট।

কিগান জাকোভলেভস
আদালতের শুনানির পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এর বিশেষ অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান সুয়ে হেমিং বলেন, ‘ম্যানচেস্টার হামলার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অগণিত বার্তা পোস্ট করেছিল মানুষ। কিন্তু কিগান জাকোভলেভস ব্রিটিশ মুসলিমদের নির্বিচারে হত্যার আহ্বান জানিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে চেয়েছে। তার এ কর্মকাণ্ডের কারণে যদিও কোনও ক্ষতিসাধন হয়নি কিন্তু এখানে তার ইচ্ছেটা স্পষ্ট। সিপিএস এর মামলার সন্মুখীন হওয়ার পর সে দোষী সাব্যস্ত হলো।’

বিদ্বেষ ছড়ানোর ব্যাপারে লোকজনকে সতর্ক করে সুয়ে হেমিং আরও বলেন, ‘লোকজনের এটা ভাবা ঠিক নয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ও সহিংসতামূলক কিছু পোস্ট করে পার পাওয়া যাবে। প্রমাণ থাকলে সিপিএস তাদের বিচার করবে এবং কারাদণ্ড দেবে।’

জোকোভলেভস ফেসবুকে বিদ্বেষমূলক পোস্টটি শেয়ার করার পর পরই তা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে জোকোভলেসকে দোষী সাব্যস্ত করার পেছনে সিপিএস যুক্তি দেখিয়েছে, ওই পোস্টটি জোকোভলেসের অন্তত ২,১৫৪ ফেসবুক ফ্রেন্ডের কাছে পৌঁছে গিয়েছিল। পাশাপাশি অন্যদেরও কেউ কেউ তা দেখতে পেয়েছে।

সিপিএস এর পক্ষ থেকে বলা হয়, ‘সব মিলিয়ে জোকোভলেসের ওই বার্তাট বিপুল সংখ্যক মানুষের পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। মুসলিম কমিউনিটির যারা এ বার্তাটি দেখেছেন তাদের মাঝে নিশ্চিতভাবে আতঙ্ক তৈরি হয়েছিল এবং মারাত্মক ক্ষতি হতে পারতো।’

প্রসিকিউশনের যুক্তি হলো, ম্যানচেস্টারের ওই বোমা হামলার পর পরই জোকোভলেভস বার্তাটি পোস্ট করেছিল। যে সময় মানুষের আবেগ উচ্চ সীমায় রয়েছে তখন জোকোভলেভসের এ একক বার্তাটিও মারাত্মক হুমকি হয়ে উঠেছিল বলে দাবি তাদের।

উল্লেখ্য, গত ২২ মে ম্যানচেস্টার অ্যারেনাতে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমা বিস্ফোরিত করেছিল আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি। ওই হামলায় ২২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়। পরে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস বলেছিল, সালমান তাদের সমর্থক।

 

/এফইউ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়