X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার 'টার্কস অ্যান্ড কাইকোস' দ্বীপপুঞ্জে ইরমার তাণ্ডব, ১৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৫
image

ইরমার তাণ্ডবের আগের ও পরের ছবি
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর হারিকেন ইরমা আটলান্টিক মহাসাগরের নিম্নাঞ্চলীয় দ্বীপপুঞ্জ টার্কস এন্ড কাইকোসে আঘাত হেনেছে। ওই দ্বীপপুঞ্জ এলাকায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। আঘাতে এরইমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ক্যাটাগরি ৫ বা চরম শক্তিশালী ঝড়ে রূপ নেওয়া হারিকেনটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) হাইতিতেও তাণ্ডব চালিয়েছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়টির পরবর্তী গন্তব্য কিউবা। এরপর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে ইরমা।

সাম্প্রতিক দিনগুলোতে ঘণ্টায় ১৮৫ মাইল বেগে ক্যারিবীয় দ্বীপগুলোতে আঘাত হানে শক্তিশালী হারিকেনটি। ইরমা শুরুতেই আঘাত হানে এন্টিগুয়া ও বারবুডায়। তারপর যায় ফরাসীদের কাছে অবকাশ যাপনের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে। এই দুটি দ্বীপে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ইরমার কারণে ক্যারিবিয় দ্বীপগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে আর দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘণ্টায় ১৭৫ মাইল বেগে ঘূর্ণিঝড়টি ডমিনিক প্রজাতন্ত্র, হাইতি এবং টার্কস এন্ড কাইকোস দ্বীপপুঞ্জে আঘাত হানে। ন্যাশনাল হারিকেন সেন্টার ঘোষিত ৫ ক্যাটাগরির শক্তিশালী ঝড় হিসেবেই এখনও এগিয়ে যাচ্ছে হারিকেনটি।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস-এ ক্ষতির মাত্রাটা ব্যাপক। বারবুডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রাউনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে নেয়া হয়েছে এবং এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে।

 

/এফইউ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!