X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ মিয়ানমারের ২৯টি দল

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬

অং সান সু চি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে আরও আগেই ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির ২৯টি রাজনৈতিক দল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের এ ক্ষোভের কথা জানায় বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’সহ অন্য দলগুলো। তাদের ভাষায়, “রাখাইনের প্রশাসনিক অবস্থা এখন বেশ ভালো। কিন্তু তার মানে এই নয় যে, সরকার বিষয়টি খুব ভালোভাবে দেখভাল করছে। তাদের উচিত ‘নাগরিকদের’ পরামর্শ গ্রহণ করা।”

৮৮ জেনারেশন স্টুডেন্ট ইয়ুথস-এর মুখপাত্র ইউ থান ও বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে সরকারের প্রতি রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারির আহ্বান জানানো হয়েছিল। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিশনের প্রতিও জরুরি ভিত্তিতে একই আহ্বান জানানো হয়। কিন্তু সরকার সেসব পরামর্শ শোনেনি। এখন সহিংসতার কারণে রাখাইনে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সরকারের দোদুল্যমানতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পরামর্শ শুনলে আজকের পরিস্থিতি তৈরি হতো না।

৮৮ জেনারেশন স্টুডেন্ট ইয়ুথস-এর মুখপাত্র ইউ থান ও বলেন, রাখাইন ইস্যুতে সু চি কফি আনান’কে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তবে আমরা কফি আনান কমিশনের অনেক বক্তব্যের সঙ্গে একমত নই। আমরা এগুলো গ্রহণ করতে পারি না।

তিনি বলেন, ২৪ আগস্ট প্রকাশিত কফি আনান কমিশনের প্রতিবেদনে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা গ্রহণ করা উচিত নয়।

রাখাইনের সমস্যা সমাধানে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন ন্যাশনাল পলিটিক্যাল অ্যালায়েন্স পার্টি’র মহাসচিব ইউ কিউ থু অং।

ইউএসডিপি’র মুখপাত্র ড. নানদার হলা মিন্ট বলেন, আমরা আমাদের ঘরের মতো করেই আমাদের দেশকে রক্ষা করেছি। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে রাজনীতি করতে চায় না। সূত্র: মিয়ানমার টাইমস।

/এমপি/

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!