X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব এখন মারাত্মক হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৬

বিশ্ব এখন মারাত্মক হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব মহাসচিবের স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। উদ্বোধনী বক্তব্যে মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেজ বলেন, ‘আমাদের বিশ্ব এখন মারাত্মক হুমকির মুখে। পরমাণু অস্ত্রের বিস্তার থেকে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন থেকে সব ধরনের বৈষম্য এ হুমকি তৈরি করেছে।’

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় বুধবার রাত দেড়টা) অধিবেশনের উদ্বোধন হয়। শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেজ। বিশ্বের সামনে হুমকি হয়ে থাকা বিষয়গুলো তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অভিবাসন, প্রযুক্তির অগ্রগতির কিছু অপ্রত্যাশিত ফলাফল যেমন- সাইবার হামলার মতো বিষয় আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’
মহাসচিব আরও বলেন, ‘বিশ্বব্যাপী জনগণ এখন পরিবর্তন চাইছে। তার চায়, সরকার ও প্রতিষ্ঠানগুলো এ পরিবর্তন সাধন করুক। এ বিষয়ে জাতিসংঘকে আরও অনেক কিছু করতে হবে বলে আমরা সবাই একমত। এ লক্ষ্য নিয়ে সংস্কার প্রস্তাব আনা হয়েছে, যা এই পরিষদ  বিবেচনা করবে।’

নারীর ক্ষমতায়নকে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ উল্লেখ করে তা জাতিসংঘের ভেতরে ও বাইরে হতে হবে বলেও মন্তব্য করেন অ্যান্থনিও গুয়েতেরেজ। জাতিসংঘের সব স্তরে লিঙ্গীয় সমতা আনার জন্য সংস্থার খালি পদগুলোয় নারীদের নিয়োগেরও আবেদন জানান তিনি।  

জাতিসংঘের এই অধিবেশন চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিতর্ক শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ‘স্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রাম’এই স্লোগানকে উপজীব্য করা হয়েছে এবারের অধিবেশনের।

এবারের অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, বিশ্বায়ন, তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিষ্কাশনের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট