X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেদের ওয়েবসাইটে তারা এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন হামলার দায়ও স্বীকার করে আইএস। নিজেদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে চালানো হামলাগুলোরও দায় স্বীকার করে থাকে তারা; যেগুলোর সঙ্গে প্রকৃতপক্ষে আইএসের সরাসরি কোনও সম্পৃক্ততা নেই। এদিকে এ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডোভারের বন্দর এলাকা থেকে ওই তরুণকে গ্রেফতার করা হয়। লন্ডন মহানগর পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার গ্রেফতার এ বিস্ফোরণের তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন নেইল বাসু।

তদন্তকারীরা এখন হামলাকারী ধরতে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের ওপর জোর দিচ্ছেন। পুলিশের ধারণা, একাধিক হামলাকারী এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তে গুরুত্ব পাচ্ছে, কোথায়-কিভাবে এটি তৈরি হলো, হামলকারীদের কারা, কিভাবে উদ্বুদ্ধ করল-এমন সব প্রশ্নের উত্তর।

শুক্রবারের ওই হামলায় ২৯ ব্যক্তি আহত হন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের বেশিরভাগের শরীর বোমার বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

একটি সুপার স্টোরের ব্যাগে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। সকালের ওই সময়টায় কর্মব্যস্ত মানুষ কাজে ছুটছিলেন। স্কুল-কলেজের পথে ছিল শিক্ষার্থীরা।

স্কটল্যাণ্ড ইয়ার্ড বলছে, দক্ষিণ পশ্চিম লন্ডনে টিউব-রেলের কামরায় শুক্রবার সকালের ব্যস্ত সময়ে ‘ঘরে তৈরি একটি বোমার’ বিস্ফোরণ ঘটানো হয়।

সহকারী পুলিশ কমিশনার মার্ক রোওলি বলেছেন, ডিস্ট্রিক্ট লাইনে পারসন্স গ্রিন স্টেশনের ওই বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন কয়েকশ গোয়েন্দা। তারা এমআইফাইভ-এর গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।

লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের এই ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পারসন্স গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর পরপরই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়