X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নওয়াজের আসনে স্ত্রী বেগম কুলসুমের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৮

নওয়াজ শরিফ এবং বেগম কুলসুম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে তার স্ত্রী বেগম কুলসুমকে জিতিয়ে আনতে চাইছে পাকিস্তান মুসলিম লিগ। তবে এরইমধ্যে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। বেগম কুলসুমের প্রার্থিতা সংক্রান্ত একটি পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

এর আগে লাহোর বেগম কুলসুমের প্রার্থিতা বাতিলের আবেদন নাকচ করে দেয় লাহোর হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন একই আসনের পিপিপি প্রার্থী ফয়সাল মীর। তার আবেদনের ব্যাপারে শুনানি করতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচনের একদিন পর আগামী ১৮ সেপ্টেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। বিচারক গুলজার আহমেদ-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

১৯৯৯ সালে পতিত স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দী ছিলেন নওয়াজ শরিফ। সে সময় নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন বেগম কুলসুম। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

এদিকে নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নওয়াজের তিন পুত্র, এক জামাতা এবং সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার-এর রিভিউ আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এই রায় দেয়।

চলতি বছরের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ওই রায়ের ফলে তিনি পদত্যাগ করেন।

সর্বোচ্চ আদালত বলছে, পার্লামেন্ট এবং আদালতের প্রতি সৎ ছিলেন না প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হয়েছেন। তবে রায়ের পর প্রতিক্রিয়ায় টুইটারে দেওয়া এক পোস্টে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ লিখেছেন, আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হলো। কিন্তু আমরা মনে করি তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন যতদ্রুত সম্ভব। ২০১৮ সালের নির্বাচনে নওয়াজ শরিফের জয়ের পথ নির্ধারিত হলো। তাকে আর ঠেকানো যাবে না ইনশাল্লাহ। যদি পারো তাহলে ঠেকাও।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে