X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে উ. কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৫
image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বনেতারা অন্যান্য বিষয়ের সঙ্গে কোরীয় উপদ্বীপে সংকট নিয়েও আলাপ-আলোচনা করতে চলেছেন৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার হুমকির প্রশ্নে যত বেশি সম্ভব দেশের সমর্থন আদায় করতে চায় যুক্তরাষ্ট্র৷

জাতিসংঘে উ. কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র  

উত্তর কোরিয়াকে বশে আনতে কূটনৈতিক উদ্যোগ এখনো তেমন সফল হয়নি৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিলেও চীন ও রাশিয়া এই সংকটের মুখে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে৷ শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার উত্তর কোরিয়ার কাছেই এই দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করছে৷ ওখোটস্ক সাগরের দক্ষিণে দুই দেশের নৌবাহিনী দ্বিতীয় পর্বের মহড়া চালাচ্ছে৷ এর আগে বাল্টিক সাগরে প্রথম পর্বের মহড়া হয়েছিল৷ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমরসজ্জাকে চীন ও রাশিয়া হুমকি হিসেবে দেখছে৷ তাই উত্তেজনা কমাতে সব পক্ষকেই সামরিক আস্ফালন কমানোর প্রস্তাব দিচ্ছে এই দুই দেশ৷ এমন প্রেক্ষাপটেই জাতিসংঘে উ. কোরিয়া প্রসঙ্গ আলোচনায় আসছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তাদের সামনে ভাষণ দেবেন৷ জাতিসংঘের উপর তেমন আস্থা না দেখালেও ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া সংকটের আন্তর্জাতিক মাত্রা তুলে ধরতে চায়৷ ট্রাম্প বলতে চান, এই সংঘাত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নয়, উত্তর কোরিয়া গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে৷ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেবার আর কোনো পথ বাকি নেই৷ সে দেশের পরমাণু কর্মসূচি বন্ধ করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কেই শেষ পর্যন্ত পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি৷

 

ট্রাম্পের ভাষণের সময় প্রথম সারিতে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার প্রতিনিধিরা৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুয়েতেরেসের সঙ্গে আলোচনা করবেন৷ উল্লেখ্য, তিনি শুক্রবার এই অধিবেশনে ভাষণ দেবেন৷ গুয়েতেরেস বলেছেন, রাজনৈতিক পথেই এই সংকটের সমাধানসূত্র খুঁজতে হবে৷ সামরিক সংঘাত হলে কয়েক প্রজন্মকে তার পরিণতি সামলাতে হবে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে রবিবার আলোচনা করেছেন৷ তবে সেই বৈঠকে সিরিয়া, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের পাশাপাশি উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়৷

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমা ‌‘অমীমাংসিত’ প্রদর্শনে অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমা ‌‘অমীমাংসিত’ প্রদর্শনে অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের