X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুই সপ্তাহে নোম্যান্স ল্যান্ডে ৪০০ রোহিঙ্গা শিশুর জন্ম

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২

মিয়ানমারের সরকারি বাহিনীর নৃশংস অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে চার লাখের বেশি রোহিঙ্গা। নোম্যান্স ল্যান্ড আটকা পড়েছে আরও অনেক রোহিঙ্গা। তাদের মধ্যে রয়েছে গর্ভবতী রোহিঙ্গা নারীও। সহিংসতা শুরুর গত ১৫ দিনে এই নোম্যান্স ল্যান্ডেই পৃথিবীর আলো দেখেছে প্রায় ৪০০ রোহিঙ্গা শিশু।

দুই সপ্তাহে নোম্যান্স ল্যান্ডে ৪০০ রোহিঙ্গা শিশুর জন্ম

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, রোহিঙ্গারা জীবনের ভয়ে নোম্যান্স ল্যান্ডের আশপাশে লুকিয়ে আছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে গর্ভবতী নারীরা। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই সন্তান প্রসব করতে হচ্ছে তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি, ১৫ দিনে জন্ম নিয়েছে ৪০০ রোহিঙ্গা শিশু।

এমনই এক রোহিঙ্গা নারী হামিদা। গর্ভবতী অবস্থায় জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা ছিল তার। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ হামিদার গর্ভে থাকা সেই অনাগতের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছে। জানিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে, পথের মধ্যেই দেশহীন-নাগরিকত্বহীন, আশা-স্বপ্ন-ভবিষ্যতহীন আরেক মানব শিশুর জন্ম হয়েছে।

শিশুটির জন্মের সময় সেখানে ছিলে কোনো ডাক্তার বা হাসপাতাল। আদিম প্রক্রিয়ায় সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে হামিদা। ব্যথার কথা বলে বোঝানো যাবে না। কোনও ডাক্তার নেই, কোনও ওষুধ নেই। তীব্র ব্যথা...’ এভাবেই পরিস্থিতির বর্ণনা হাজির করে হামিদা।

তার মতো অনেক অসহায় নারীই বিপজ্জনক অবস্থায় তাদের সন্তানদের আলোর মুখ দেখিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, সুরাইয়া সুলতানা নামে আরেক নারীর কথা। বিজিবি সদস্যদের সহায়তায় একটি নৌকায় সে কন্যা সন্তানের মা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশের একটি রোহিঙ্গা ক্যাম্পের কর্মকর্তা  মো. মমিনুল হক গার্ডিয়ানকে জানান, সুরাইয়ার মতো অনেককেই তারা সহায়তা করেছেন, যাদের অবস্থা ছিল খুবই সংকটাপন্ন।

মমিনুল আরও বলেন, আমরা অসহায় মানুষদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সবকিছু এখন আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক জানিয়েছেন, সীমান্তের দুই পাশেই ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে মা ও শিশুরা। তাদের জরুরি সহায়তা প্রয়োজন।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন