X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সু চির কথায় রাখাইনে ফিরতে চান না রোহিঙ্গারা

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৮
image

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা মিয়ানমারে বসবাসের প্রমাণ হাজির করতে পারবেন, রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি তাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই ঘোষণাকে অসম্ভব শর্ত সমন্বিত ‘মিথ্যে আশা’ বলে মনে করেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। আর মিয়ানমারে ফেরার ইচ্ছেও তাদের নেই। রাখাইনে সেনাবাহিনীর হত্যা আর ধর্ষণের আতঙ্ক প্রতিনিয়ত তাদের তাড়া করতে থাকে।

ফিরে যেতে চান নো রোহিঙ্গারা











২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই মিলতে থাকে বেসামরিক নিধনযজ্ঞের আলামত। পাহাড় বেয়ে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণ আর গুলির শব্দ। পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে আগুনের ধোঁয়া এসে মিশতে শুরু করে মৌসুমী বাতাসে। মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে শূন্যে ছুড়ে দেয় সেনারা। কখনও কখনও কেটে ফেলা হয় তাদের গলা। জীবন্ত পুড়িয়ে মারা হয় মানুষকে। ওই সহিংসতা থেকে বাঁচতে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা সেইসব মানুষই আশ্রয় নিয়েছে কক্সবাজার ও কুতুপালং আশ্রয়কেন্দ্রে।
আশ্রয়কেন্দ্রগুলোতে এখন কয়েক লাখ রোহিঙ্গার বসবাস। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সু চি বলেছেন, ‘আমরা জানতে চাই মুসলিমরা কেন দেশ ছেড়ে পালাচ্ছে। যদি মানবাধিকার লঙ্ঘনের কোনও ঘটনা ঘটে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা মনে করেন, এই প্রতিশ্রুতি অর্থহীন।
খুব অল্পসংখ্যক রোহিঙ্গারা নিবন্ধন করেছেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ তাদের অনুসন্ধান থেকে জানতে পেরেছে দেশে ফিরে যেতে হতে পারে, এমন ভয় থেকেই নিবন্ধনে অনাগ্রহ রোহিঙ্গাদের। রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশ ক’জন মানুষের সঙ্গে কথা বলেছে এবিসি নিউজ। খুব অল্পসংখ্যক রোহিঙ্গাই দেশে ফিরতে চেয়েছেন।
বাংলাদেশ সরকার অবশ্য জানিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদে তাদের সহায়তা করা সম্ভব না এবং তারা চায় রোহিঙ্গারা যেন দেশে ফিরে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘরবাড়ি হারিয়ে যেসব রোহিঙ্গা এখানে (বাংলাদেশে) এসেছেন, তারা সাময়িক আশ্রয় পাবেন। তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। আপনারা যেন নিজ দেশে ফিরে যেতে পারেন, সে ব্যাপারে চেষ্টা চলছে।’

তবে বাংলাদেশেই নিরাপদ বোধ করছে রোহিঙ্গারা। ইসলাম হুসেন নামে এক রোহিঙ্গা বলেন, ‘এখানে থাকা হয়তো সত্যি কঠিন। কিন্তু আমাদের কেউ ধর্ষণের শিকার হচ্ছে না। হত্যার আতঙ্কে থাকতে হচ্ছে না আমাদের।’

সু চি তার বক্তব্যে কোথাও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেনি। রোহিঙ্গাদের নামোল্লেখ না করে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে অনেক শরণার্থী বাংলাদেশে পালিয়ে গেছে। যেকোনও সময় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে আমরা প্রস্তুত।’ তবে রোহিঙ্গাদের মত, ফিরে গেলে আগের মতোই বিপাকে পড়তে হবে তাদের।
হুসেন জানান, তারা ইচ্ছা করেই নিবন্ধন করছেন না। কারণ গুজব রয়েছে যে নিবন্ধন করলেই তাদের জোর করে দেশে ফেরত পাঠানো হবে। বালুখালি ক্যাম্পে আশ্রয় নেওয়া সুলতান আহমেদ বলেন, আমি সেখানে সবই হারিয়ে ফেলেছি। এখন আর ফিরে গিয়ে কি লাভ। সু চিকে ‘বেইমান’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা তার উপর ভরসা করতে পারি না। তিনি শুধুমাত্র একটি নাম। তার কোনও গুরুত্ব নেই। সবকিছু চালায় সেনাবাহিনী।’
একইরকম কথা বলেন থাইনখালি আশ্রয় কেন্দ্রের মোহাম্মদ আইয়্যুব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘সু চি যদি আমাদের নাগরিকত্ব নিশ্চিত করেন, বৌদ্ধদের মতো নিরাপত্তা নিশ্চিত করেন তবেই শুধু আমরা যাওয়ার চিন্তা করতে পারি। ২৭ বছর বয়সী এই যুবক আরও বলেন, সু চি তার কাজ ঠিকমতো করলে পরিস্থিতি এমন হতো না। সে চুপ ছিলো এবং সেনাবাহিনীকে সমর্থন দিয়েছিলো যারা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
জাতিসংঘের রোহিঙ্গা ডাটাবেজ ব্যবহার করতে চায় সরকার
ইন্দোনেশিয়ার উপকূল থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার
ইন্দোনেশীয় উপকূলে নৌকাডুবি: ৭০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!