X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট নিয়ে সু চি’র ভাষণের সমালোচনা বিশ্বনেতাদের

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও রোহিঙ্গা সংকটে নিয়ে দেওয়া প্রথম ভাষণের সমালোচনা করেছেন বিশ্বনেতারা।  মঙ্গলবার দেওয়া ভাষণে সু চি মানবাধিকার লঙ্ঘনে নিন্দা করলেও সেনাবাহিনীর কোনও সমালোচনা করেননি এবং জাতিগত নিধনের বিষয়টি ভাষণে উল্লেখ করেননি। বিভিন্ন দেশের রাষ্ট্র নেতা ও কূটনীতিকরা সু চির ভাষণে হতাশা ব্যক্ত করেছেন।

অং সান সু চি
মঙ্গলবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার দাবি পুনরায় জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারকে বলেছি, তারা (রোহিঙ্গা) তোমাদের নাগরিক। তোমাদের অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে, নিরাপদ রাখতে হবে, আশ্রয় দিতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন টেলিফোনে কথা বলেছেন সু চির সঙ্গে। যাচাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন টিলারসন। তবে তিনি মানবিক সহযোগিতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গভীরভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাখাইনে সামরিক অভিযান অবশ্যই বন্ধ করতে হবে, মানবাধিকারকর্মীদের সহিংসতা কবলিত এলাকায় প্রবেশ করতে দিবে। জাতিগত নিধনের মুখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ম্যাক্রোঁ আরও জানান, সহিংসতা বন্ধে ও মানবিক সহযোগিতা নিশ্চিত করতে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উদ্যোগ নেবেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজও সামরিক অভিযান বন্ধ এবং রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের আহ্বান জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তা না হলে মিয়ানমারে যে ট্র্যাজেডি মানবতাকে স্থবির করেছে তাতে করে ইতিহাসের আরেকটি অন্ধকার ও লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়তে হবে।
ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, সহিংসতা কবলিত অঞ্চলে আন্তর্জাতিক কূটনীতিকদের সফরের আমন্ত্রণ মিয়ানমার সরকারের ‘একধাপ অগ্রগতি’। তবে তিনি আরও বলেন, যে গণতন্ত্রের জন্য তারা (সরকার) লড়াই করেছে সেই গণতন্ত্র জাতিগত, সামাজিক ও ধর্মের ঊর্ধ্বে সব মানুষের জন্য তা মিয়ানমারের নেতৃত্বকে প্রমাণ করতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে রাখাইনে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। রাখাইনে সহিংসতার জন্য মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করেছে যুক্তরাজ্য।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনও সু চির ভাষণের সমালোচনা করেছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ