X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে হাইড্রোজেন বোমা পরীক্ষার হুমকি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির জবাবে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। নজিরবিহীন টেলিভিশন বিবৃতিতে উত্তর কোরীয় নেতা কিম জং উন ট্রাম্পকে ‘মানসিকভাবে বিকৃত’ হিসেবে উল্লেখ করার কিছুক্ষণ পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ হুমকি দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে  ট্রাম্প পিয়ং ইয়ংকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। ভাষণে ট্রাম্প উত্তর কোরীয় নেতাকে ‘আত্মঘাতী অভিযানে’ থাকা ‘রকেট ম্যান’ হিসেবেও ব্যঙ্গ করেন তিনি। এর প্রতিক্রিয়ায় সরাসরি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে কিম বলেন, ‘ট্রাম্পের মন্তব্য আমাকে ভীত বা থামানোর পরিবর্তে অনুধাবন করিয়েছে, যে পথ আমি নিয়েছি তা সঠিক এবং শেষ পর্যন্ত আমাকে এই পথই অনুসরণ করতে হবে।’ ট্রাম্পকে মানসিকভাবে বিকৃত বলেও উল্লেখ করেন তিনি। এর কয়েক ঘণ্টা পর নিউ ইয়র্কে সাংবাদিকদেরকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেন, ট্রাম্পের হুমকির জবাবে পিয়ং ইয়ং একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। তিনি বলেন, ‘সম্ভবত প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা হবে।  এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে তা সত্যিকার অর্থে আমি জানি না, কিম জং উন জানেন।’

এদিকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে চাপ প্রয়োগের অংশ হিসেবে তিনি এ আহবান জানান। 

 

/এফইউ/
সম্পর্কিত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’